TRENDING:

Cooch Behar News: ৩৫ ফুটের জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসে নজর কাড়ল এই স্কুল...

Last Updated:

Cooch Behar News: স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা বানিয়ে তা স্কুলের দেওয়ালে টাঙিয়ে নজর কাড়ল কোচবিহারের রাজারহাট উচ্চ বিদ্যালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: দেশজুড়ে আজ পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে পালন করা হচ্ছে এই মহোৎসব। তাই ১৫ই অগস্টের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা বানিয়ে তা স্কুলের দেওয়ালে টাঙিয়ে নজর কাড়ল কোচবিহারের রাজারহাট উচ্চ বিদ্যালয়। আজ গোটা দেশকে রাঙিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার রঙে। দেশের ছোট-বড় প্রত্যেকটি মানুষ আজ জাতীয় পতাকা উত্তোলন করছেন। দেশের প্রত্যেকটি ঘরে ঘরে ছোট কিংবা বড় জাতীয় পতাকা আজ মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে।
'আজাদি কা অমৃত মহোৎসব'
'আজাদি কা অমৃত মহোৎসব'
advertisement

এই ৩৫ ফুট দীর্ঘ পতাকা বানানো এবং স্কুলে লাগানো নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সমীর রক্ষিত বলেন, "দেশের স্বাধীনতা দিবসের এই অন্যতম বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বেশ কিছুদিন আগে থেকেই চিন্তা করছিলাম যে কী ভাবে দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখা যায়। তারপর স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা মিলে এই বিশাল পতাকা বানানোর উদ্যোগ গ্রহণ করি। কাপড় কিনে এনে সেলাই করে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকেরা একসাথে এই পতাকাটি তৈরি করেন।"

advertisement

আরও পড়ুন : 'পাচার' ঘাঁটিতে একের পর এক 'পোস্টিং'! অনুব্রত কাণ্ডে CBI-নজরে বীরভূমের পুলিশকর্মী

এলাকার অধিকাংশ বাসিন্দাদের বক্তব্য, "রাজারহাট উচ্চ বিদ্যালয় সব সময় নিত্য নতুন চিন্তাভাবনা করতে থাকে। এবং পড়াশোনার ক্ষেত্রেও স্কুলের মান যথেষ্টই ভাল। এই স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় রয়েছে। আর সে বিষয়টি প্রতিফলন পাওয়া যায় ছাত্র এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে তৈরি করা পতাকার মাধ্যমে।"

advertisement

View More

আরও পড়ুন : দু-এক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের ৭ জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার লেটেস্ট আপডেট

এই স্কুলের একজন পড়ুয়া ছাত্র সমীর রায়কে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, "স্কুলের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল তার জন্য আমরা সবাই খুশি হয়েছি। এ বছরে স্বাধীনতা দিবসটিকে সত্যিই স্মরণীয় করে রাখা গেল স্কুলের সকল মাস্টারমশাই এবং ছাত্র-ছাত্রীদের একসাথে করা প্রয়াসের ফলে। আগামী দিনেও আশা রাখছি আমাদের স্কুলের মাস্টারমশাই এবং ছাত্র-ছাত্রীরা এভাবেই এক সঙ্গে কাজ করবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ৩৫ ফুটের জাতীয় পতাকা! স্বাধীনতা দিবসে নজর কাড়ল এই স্কুল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল