এই ৩৫ ফুট দীর্ঘ পতাকা বানানো এবং স্কুলে লাগানো নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সমীর রক্ষিত বলেন, "দেশের স্বাধীনতা দিবসের এই অন্যতম বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বেশ কিছুদিন আগে থেকেই চিন্তা করছিলাম যে কী ভাবে দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখা যায়। তারপর স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা মিলে এই বিশাল পতাকা বানানোর উদ্যোগ গ্রহণ করি। কাপড় কিনে এনে সেলাই করে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকেরা একসাথে এই পতাকাটি তৈরি করেন।"
advertisement
আরও পড়ুন : 'পাচার' ঘাঁটিতে একের পর এক 'পোস্টিং'! অনুব্রত কাণ্ডে CBI-নজরে বীরভূমের পুলিশকর্মী
এলাকার অধিকাংশ বাসিন্দাদের বক্তব্য, "রাজারহাট উচ্চ বিদ্যালয় সব সময় নিত্য নতুন চিন্তাভাবনা করতে থাকে। এবং পড়াশোনার ক্ষেত্রেও স্কুলের মান যথেষ্টই ভাল। এই স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় রয়েছে। আর সে বিষয়টি প্রতিফলন পাওয়া যায় ছাত্র এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে তৈরি করা পতাকার মাধ্যমে।"
এই স্কুলের একজন পড়ুয়া ছাত্র সমীর রায়কে এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, "স্কুলের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল তার জন্য আমরা সবাই খুশি হয়েছি। এ বছরে স্বাধীনতা দিবসটিকে সত্যিই স্মরণীয় করে রাখা গেল স্কুলের সকল মাস্টারমশাই এবং ছাত্র-ছাত্রীদের একসাথে করা প্রয়াসের ফলে। আগামী দিনেও আশা রাখছি আমাদের স্কুলের মাস্টারমশাই এবং ছাত্র-ছাত্রীরা এভাবেই এক সঙ্গে কাজ করবে।"
সার্থক পণ্ডিত