'পাচার' ঘাঁটিতে একের পর এক 'পোস্টিং'! অনুব্রত কাণ্ডে CBI-নজরে বীরভূমের পুলিশকর্মী

Last Updated:

বালি, পাথর,গরু নিয়ে বছরের পর বছর ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই জায়গাগুলোতে গ্রামের পর গ্রাম মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে। সেই দোহাই দিয়ে পুলিশের একাংশ টাকা তোলায় জড়িয়ে পড়েছে। আর সেই চক্রের মধ্যে নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের।

.গরু পাচার চক্রে পুলিশের ভূমিকা পাচ্ছে সিবিআই
.গরু পাচার চক্রে পুলিশের ভূমিকা পাচ্ছে সিবিআই
#বোলপুর: কয়লা পাচার মামলার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই রাজ্যের আট পুলিশকর্তাকে দিল্লিতে তলব করল ইডি। সেই পুলিশের দিকে আবার নজর সিবিআই এর। গরু পাচার চক্রে পুলিশের ভূমিকা পাচ্ছে সিবিআই। এই অভিযোগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হোসেন আগেই গ্রেফতার হয়েছে। আবার অনুব্রতের ঘনিষ্ঠ আর এক পুলিশকর্মীর নাম সামনে আসছে। তিনি বীরভূমের এসপি অফিসে কর্মরত বলে সিবিআই সূত্রের দাবি। তদন্তকারীদের অভিযোগ,ওই পুলিশ কর্মী  জেলাপুলিশের একাংশের সঙ্গে গরু পাচারের টাকা লেনদেনে জড়িত ছিল। তাই ওই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সিবিআই সূত্রের খবর।
সিবিআই সূত্রের দাবি, এসপি অফিসের ওই পুলিশকর্মীর সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠতা ছিল। পাচারের ব্যাপারে অন্যান্য পুলিশদের তিনিই টাকা লেনদেন করতেন বলে খবর। এক পুলিশ মাধব, গত ২৬ এপ্রিল ইলামবাজারে পথ দুর্ঘটনায় মারা যায়। সিবিআইয়ের জেরায় অনুব্রত প্রথমটা চুপ থাকলেও, পরের দিকে কার্যত 'অসহায়' দেখাচ্ছে তাকে। দাবি সূত্রের। সিবিআই এর কাছে খবর অনুব্রত মণ্ডলের গরু পাচারের লভ্যাংশের টাকা পুলিশ কর্মীদের মাধ্যমেই তার কাছে পৌঁছাত। যে তথ্য সেহেগালকে জেরা করে ইতিমধ্যেই পেয়েছিল সিবিআই।
advertisement
advertisement
যে পুলিশ কর্মীকে সিবিআই সন্দেহ করছে সেই পুলিশকর্মী গত আট বছর বীরভূম জেলার বাইরে একবারও বদলি হননি। এদিক ওদিক করে খয়রাশোল, নলহাটি, দুবরাজপুর, ইলামবাজার, মহম্মদবাজার থানায় ‘পোস্টিং’ খেটেছেন। ওই থানা এলাকাগুলি বালি, পাথর, গরু পাচারের আসল জায়গা। আর ওই সব থানা এলাকাতে ম্যানেজ মাস্টার হিসাবে কাজ করত বলে সূত্রের খবর।
advertisement
তদন্তকারীরা মনে করছে, এই পাচারে পুলিশের একটা বড় অংশ জড়িয়ে থাকতে পারে। এর পেছনে একটি অদৃশ্য হাত রয়েছে ।সেই হাতের সন্ধানে অনুব্রত এবং পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই-এর তদন্তকারীরা। এইভাবেই মামলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চাইছে তদন্তকারীরা।তবে ইতিমধ্যে সিবিআই এর হাতে ইন্সট্রুমেন্টাল প্রচুর প্রমাণ এসেছে বলে সূত্রের খবর।
বাংলা খবর/ খবর/দেশ/
'পাচার' ঘাঁটিতে একের পর এক 'পোস্টিং'! অনুব্রত কাণ্ডে CBI-নজরে বীরভূমের পুলিশকর্মী
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement