সংস্থারপ্রেসিডেন্ট উজ্জ্বল সরকার জানান, "এতদিন এই সিলেকশন পর্ব কলকাতায় আয়োজন করা হত। তাতে খেলতে গিয়ে কোচবিহার জেলার খেলোয়াড়দের নানা সমস্যার মুখোমুখি হতে হত। এই প্রথমবার এই বিশাল সিলেকশন প্রক্রিয়া কোচবিহারে আয়োজিত হয়েছে। তিনি হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান এই উদ্যোগে সহায়তা করার জন্য। এই উদ্যোগ গ্রহণ করার ফলে কোচবিহার জেলার গ্রামবাংলায় হকি খেলার প্রতি আকর্ষণ আরো বৃদ্ধি পাবে। এবং এই খেলার প্রতি আরও খেলোয়াড়েরা আগ্রহ প্রকাশ করবে।"
advertisement
আরও পড়ুন - FIFA World Cup 2022: ম্যাচ শেষে মা জড়িয়ে ধরে খুললেন জার্সি, করলনে চুম্বন, বিশ্বকাপের মঞ্চের ভিডিও ভাইরাল
প্রাক্তন ক্রীড়াবিদ তথা যুগ্ম সম্পাদক হকি বেঙ্গল অ্যাসোসিয়েশন সুরভী মিত্র বলেন, "জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র এই তিন ক্যাটাগরিতে ১৮ জন করে খেলোয়াড়কে সিলেকশন করা হচ্ছে। এখানে পুরুষ এবং মহিলা দুই বিভাগ থাকছে। এখান থেকে যে দল তৈরি হবে। সেই দল পরবর্তীতে কোচবিহার জেলার হয়ে অন্যান্য জেলা দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শুধু তাই নয় এই খেলোয়াড়দের মধ্যে থেকেই পরবর্তীতে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবেন এমন খেলোয়াড় উঠে আসবে।"
আরও পড়ুন - বাইকের পিছনে বসে ছিলেন স্ত্রী, স্বামীর ২ লক্ষ টাকা ছিনতাই হতেই, মোবাইলে পটাপট ছবি তুললেন, তারপর...
ইতিমধ্যেই কোচবিহার জেলা থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং কোচবিহার জেলার এই খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে যাতে কোচবিহার জেলার হকি খেলোয়াড়েরা আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হকি কোচবিহার অ্যাসোসিয়েশন। প্রতিদিন দুবেলা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই খেলোয়াড়দের। এদিনের এই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে ছোট ছোট দল করে খেলানোর মাধ্যমে এবং প্রশিক্ষণ দেখার মাধ্যমে এই সিলেকশন করা হয়েছে।
Sarthak Pandit