#নয়াদিল্লি: রবিবার ফিফা বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে মরক্কোর জোরালো জয় যা দেখে ফুটবলবোদ্ধারা বেশ চমকে যাচ্ছেন৷ তবে আল থুমামা স্টেডিয়ামে এবং বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত হয়েছিল যখন মরক্কোর খেলোয়াড় আচরফ হাকিমি স্টেডিয়ামের মধ্যেই মাকে চুম্বন করেন৷
এফ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে হারায় মরক্কো।রুদ্ধশ্বাস, আবেগপ্রবণ ম্যাচের পর আচরফ হাকিমিকে স্ট্যান্ডে তাঁর মা সাইদা মৌ-এর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। হাকিমির মা হিসেবে তিনি বেশ তারকা মায়ের স্টারডাম উপভোগ করেন৷ সাইদা মৌ একজন সেলিব্রিটি মা হিসেবে পরিচিত যিনি তাঁর ছেলেকে সাফল্যে অনুপ্রাণিত করেন৷
أحبك أمي ❤️ pic.twitter.com/2BLQ2jVbii
— Achraf Hakimi (@AchrafHakimi) November 27, 2022
Achraf Hakimi celebrating with his mother ❤️❤️🇲🇦😭😭😭pic.twitter.com/K4dWvDDwPM
— A5medv São | 🇧🇷 (@a5medv) November 27, 2022
পিএসজি-র ফুটবলার, যিনি রিয়াল মাদ্রিদ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন পরে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন, সেই হাকিমি জয়ের পরে দৌড়ে গিয়েছিলেন। তিনি তাঁর ম্যাচ শার্টটি তাঁর মাকে দেন৷ এই আবেগঘন দৃশ্যের ভিডিও এবং ছবি ইন্টারনেটে ভাইরাল৷ হাকিমি নিজেই ট্যুইটারে ছবি শেয়ার করেছেন। খেলার ৭৩ মিনিটে একটি ফ্রি কিক থেকে আবদেল হামিদ সাবিরি একটি দুর্দান্ত গোল করেন এবং জাকারিয়া আবুখলাল ইনজুরি টাইমে আরও একটি গোল যোগ করেন৷ ১৯৭০এ বিশ্বকাপে তাদের অভিষেকের পর থেকে বিশ্বকাপ খেলায় মরক্কোকে দ্বিতীয় জয় এনে দিলেন৷
আরও পড়ুন - গাড়ি কেনা হচ্ছে না! লক্ষের -লক্ষের ভয়ে, ইনি বানিয়ে ফেললেন ১০ হাজারি গাড়ি
আরও পড়ুন - বাড়িতে সাপ দেখা গেলেই প্রলয়! না খোঁজ পড়ে ‘এই’ প্রলয়ের, চিনে নিন
মরক্কোরা এখন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এ এগিয়ে আছে, আর বেলজিয়ানরা তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে, কাতারে বেলজিয়াম হেরে যাওয়ার পর তাদের দলের মর্মান্তিক হারের পর ফুটবল সমর্থকরা ব্রাসেলসে রাস্তায় উত্তেজনা ছড়িয়ে দেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fifa world Cup 2022, Viral Video