#শান্তিপুর: ফেলে দেওয়া জিনিসপত্রের সাহায্যে, মাত্র ১০ হাজার টাকা খরচ করে শান্তিপুরের সঞ্জয় বানিয়ে ফেললেন আস্ত একটি চার চাকা ইলেকট্রিক গাড়ি। কথায় বলে শখের দাম লাখ টাকা, তবে শখের দাম যে ১০ হাজার টাকা থেকেও হয় তা প্রমাণ করে দেখালেন শান্তিপুরের সঞ্জয়।
তবে, এক্ষেত্রে তার শখের দাম লাখ টাকা থেকে নেমে ১০ হাজার টাকায় দাঁড়িয়েছে। শান্তিপুর বৈষ্ণব পাড়ার সঞ্জয় প্রামাণিক একজন দক্ষ ইঞ্জিনিয়ার নন তিনি পেশায় একজন মন্ডপ শয্যার কারিগর। তবে তার শখ ফেলে দেওয়া টুকিটাকে বস্তু দিয়ে বিভিন্ন জিনিস বানানো। লকডাউনে ভাইপোর বায়নার কারণেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলেছিলেন আস্ত একটি গাড়ি। তবে সেই গাড়িতে আসন সংখ্যা ছিল কেবল একটিই। নাম দিয়েছিলেন আমি একা। তবে এবারে তারই নতুন সংস্করণ আনলেন তিনি।
আরও পড়ুন - নারী সৌন্দর্য্য পূর্ণতা পায় তাঁদের হাতে বোনা শাড়িতে, আজ তাঁরাই আঁধারে
চালকের পাশে আরও একটি আসন বেড়েছে। আগের গাড়িটির থেকে এই গাড়িটি আরও নতুনত্ব এবং রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা। তবে গাড়িটির সম্পূর্ণ আসবাবপত্র ফেলে দেওয়া বস্তু দিয়েই তৈরি করা বলে জানান তিনি। হেডলাইট থেকে ইন্ডিকেটর হর্ন থেকে, ব্যাক গিয়ার, গান শোনার ব্যবস্থা, জলের বোতল লাগেজ রাখার ব্যবস্থা, সবকিছু সুবিধা রয়েছে তার বানানো এই গাড়িতে।আর এত কিছু মাত্র ১০ হাজার টাকায় তিনি তৈরি করেছেন। তবে ব্যাটারি আর মটর লাগাতে আলাদা খরচ হয়েছে। এই দুটো কার্যকারিতা এবং অর্থের সমর্থ্য অনুযায়ী লাগিয়ে দেন তিনি।
আরও পড়ুন - ১৪০০ স্কোয়ার ফুটের বাড়িকে মাটি থেকে ধাঁইধাঁই করে তুলে দেওয়া হল ৪.৫ ফুট ওপরে, রইল প্রমাণ
সঞ্জয় বাবু বলেন,এবারের গাড়িটি মূলত এক বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ পড়ুয়ার অর্ডার অনুযায়ী বানানো হয়েছে। তার হাতে এই গাড়ি তুলে দেওয়ার আগে একবার ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছেন তিনি। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক মানুষ এমনকি শিশু বা গৃহবধূরা অনায়াসে নিরাপদে এই গাড়ি চড়তে বা চালাতে পারেন।
সঞ্জয়বাবুর বানানো এই গাড়িটি নিয়ে ট্রায়াল দেওয়ার জন্য রাস্তায় বের হলে তার গাড়ির দিকে তাকাননি এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি। বাস লরি থামিয়ে, একটু চালিয়ে দেখছেন অন্য গাড়ির চালকরা। পথচারীরা তুলছেন সেলফি। আর তাতেই অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে বানানোর তার এই গাড়ি সার্থক বলে মনে করেন তিনি।Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।