I PAC: আইপ্যাক কাণ্ডে প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব পুলিশের, সিজিও কমপ্লেক্সে বাড়ল ফোর্স
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
I PAC: আইপ্যাক কাণ্ডে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব করল সেক্সপিয়ার সরণি থানার পুলিশ৷ ঘটনার দিন সকাল ৬:৩০ নাগাদ ইডি প্রতীক জৈনের ফ্লাটে প্রবেশ করে।
কলকাতা: আইপ্যাক কাণ্ডে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব করল সেক্সপিয়ার সরণি থানার পুলিশ৷ ঘটনার দিন সকাল ৬:৩০ নাগাদ ইডি প্রতীক জৈনের ফ্লাটে প্রবেশ করে। কতজন ইডির আধিকারিক গিয়েছিলেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল তা জানতেই তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ জানা গিয়েছে, যে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে কোনও রকম এন্ট্রি ছাড়াই ইডি প্রবেশ করে। ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল তা জানতেই প্রতিবেশীদের তলব করল পুলিশ৷
প্রসঙ্গত, আইপ্যাকের ঘটনায় রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। সোমবার ইডির পক্ষ থেকেও আরও একটি মামলা দায়ের করা হয়েছে৷ ইডির তিন আধিকারিক নিশান্ত কুমার, বিক্রম অহলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা দায়ের করেছেন মামলা৷ দুই মামলাতেই যুক্ত করা হয়েছে, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার (সিপি মনোজ কুমার ভর্মা, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে৷ ইডির তরফে এই মামলায় যুক্ত হয়েছেন আরও এক ইডি আধিকারিক রবিন বনসল।
advertisement
advertisement
সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ান হল। সেন্ট্রাল ফোর্স বাড়তি মোতায়ন করা হল আজ থেকে। সিজিও ঢোকার গেট বেরোনোর গেট এবং প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা রয়েছে। ইডি রাজ্য সংঘাত যার জেরেই বাড়তি মোতায়ন। আগামী দিনে আরও বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে এবং তল্লাশি অভিযান বাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2026 1:07 PM IST








