Astrology: মকর সংক্রান্তিতে মহালাভ যোগ! শনি-শুক্রের দুর্লভ যোগে ৪ রাশির কপালে টাকার বৃষ্টি, শুরু হবে গোল্ডেন টাইম

Last Updated:
Makar Sankranti Rashifal: জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ৷ বিশেষত এই বছর মকর সংক্রান্তির দিনটি আরও শুভ হতে চলেছে৷ কারণ এই বছর মকর সংক্রান্তিতেই দুই শক্তিশালী গ্রহ শনি ও শুক্র মিলিত হয়ে লাভ দৃষ্টি যোগ গঠন করছে।
1/7
জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ৷ বিশেষত এই বছর মকর সংক্রান্তির দিনটি আরও শুভ হতে চলেছে৷ কারণ এই বছর মকর সংক্রান্তিতেই দুই শক্তিশালী গ্রহ শনি ও শুক্র মিলিত হয়ে লাভ দৃষ্টি যোগ গঠন করছে।
জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির দিনটি অত্যন্ত শুভ৷ বিশেষত এই বছর মকর সংক্রান্তির দিনটি আরও শুভ হতে চলেছে৷ কারণ এই বছর মকর সংক্রান্তিতেই দুই শক্তিশালী গ্রহ শনি ও শুক্র মিলিত হয়ে লাভ দৃষ্টি যোগ গঠন করছে।
advertisement
2/7
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে শনি ও শুক্র একে অপরের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে অবস্থান করে লাভ দৃষ্টি যোগ গঠন করবে। এই যোগের শুভ ফল কিছু বিশেষ রাশির জাতকরা কয়েক ঘণ্টা আগেই, অর্থাৎ মকর সংক্রান্তির আগেই পেতে শুরু করতে পারেন।
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে শনি ও শুক্র একে অপরের সঙ্গে ৬০ ডিগ্রি কোণে অবস্থান করে লাভ দৃষ্টি যোগ গঠন করবে। এই যোগের শুভ ফল কিছু বিশেষ রাশির জাতকরা কয়েক ঘণ্টা আগেই, অর্থাৎ মকর সংক্রান্তির আগেই পেতে শুরু করতে পারেন।
advertisement
3/7
এছাড়াও মকর সংক্রান্তির এক দিন আগে, ১৩ জানুয়ারি, শুক্র গ্রহ গোচর করে শনির রাশি মকরে প্রবেশ করবে। এর ফলে এই যোগের প্রভাব আরও বেশি শক্তিশালী হবে। জেনে নিন, শনি–শুক্রের এই লাভ দৃষ্টি যোগ কোন কোন রাশির জাতকদের উপকার দেবে।
এছাড়াও মকর সংক্রান্তির এক দিন আগে, ১৩ জানুয়ারি, শুক্র গ্রহ গোচর করে শনির রাশি মকরে প্রবেশ করবে। এর ফলে এই যোগের প্রভাব আরও বেশি শক্তিশালী হবে। জেনে নিন, শনি–শুক্রের এই লাভ দৃষ্টি যোগ কোন কোন রাশির জাতকদের উপকার দেবে।
advertisement
4/7
বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্র৷ ফলে শুক্র-শনির মিল এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ ফলে এই যোগের শুভ ফল বৃষ রাশির জাতকরা আর্থিক উন্নতি, পদোন্নতি, সুখ-সুবিধা ও মান-সম্মান আকারে পাবেন৷ জীবনে বহু ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার কাজের প্রশংসা হবে।
বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্র৷ ফলে শুক্র-শনির মিল এই রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে৷ ফলে এই যোগের শুভ ফল বৃষ রাশির জাতকরা আর্থিক উন্নতি, পদোন্নতি, সুখ-সুবিধা ও মান-সম্মান আকারে পাবেন৷ জীবনে বহু ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার কাজের প্রশংসা হবে।
advertisement
5/7
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতিও শুক্র৷ শনি–শুক্রের এই শুভ যোগে তাই মকর সংক্রান্তিতে ভাল সময় আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জীবনে৷ অবিবাহিতদের বিয়ে পাকা হতে পারে৷ সমাজে মান-সম্মান বাড়বে। পরিশ্রমের ফল মিলবে। আপনার ব্যক্তিত্বের প্রভাব আরও বৃদ্ধি পাবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের অধিপতিও শুক্র৷ শনি–শুক্রের এই শুভ যোগে তাই মকর সংক্রান্তিতে ভাল সময় আসতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জীবনে৷ অবিবাহিতদের বিয়ে পাকা হতে পারে৷ সমাজে মান-সম্মান বাড়বে। পরিশ্রমের ফল মিলবে। আপনার ব্যক্তিত্বের প্রভাব আরও বৃদ্ধি পাবে।
advertisement
6/7
মকর রাশি: মকর রাশির অধিপতি শনি দেব৷ ফলে এই যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে৷ কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বিদেশ যাওয়ার যোগ রয়েছে। অর্থ বৃদ্ধি হবে। সম্পত্তি থেকে লাভ হবে। স্থাবর সম্পত্তি কেনার যোগও তৈরি হচ্ছে।
মকর রাশি: মকর রাশির অধিপতি শনি দেব৷ ফলে এই যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে৷ কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে পারে। বিদেশ যাওয়ার যোগ রয়েছে। অর্থ বৃদ্ধি হবে। সম্পত্তি থেকে লাভ হবে। স্থাবর সম্পত্তি কেনার যোগও তৈরি হচ্ছে।
advertisement
7/7
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি শনি দেব৷ এই রাশির জাতক জাতিকাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহশীল থাকবেন শনি দেব৷ শনি–শুক্রের লাভ দৃষ্টি যোগ এই জাতকদের ভাগ্যের দরজা খুলে দেবে। আপনার বুদ্ধিমত্তার কদর সবাই করবে। প্রেমজীবনে ভালবাসা বাড়বে। রাজনীতি বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পদ লাভ করতে পারেন।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি শনি দেব৷ এই রাশির জাতক জাতিকাদের প্রতি বিশেষভাবে অনুগ্রহশীল থাকবেন শনি দেব৷ শনি–শুক্রের লাভ দৃষ্টি যোগ এই জাতকদের ভাগ্যের দরজা খুলে দেবে। আপনার বুদ্ধিমত্তার কদর সবাই করবে। প্রেমজীবনে ভালবাসা বাড়বে। রাজনীতি বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পদ লাভ করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement