Purulia News : নারী সৌন্দর্য্য পূর্ণতা পায় তাঁদের হাতে বোনা শাড়িতে, আজ তাঁরাই আঁধারে

Last Updated:

বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য তাঁত শিল্প, সরকারি সহায়তা চাইছেন তাঁতিরা

+
The

The traditional weaving industry of rural Bengal

#পুরুলিয়া : রেডিমেড টেক্সটাইল কাপড়ের ভিড়ে ধীরে, ধীরে কদর কমছে গ্রাম বাংলার ঐতিহ্য তাঁত শিল্পের। সময়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে আজ বিলুপ্তির পথে এই কুটির শিল্প। চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরেরা। অনেকেই পেটের টানে পেশা বদলাতে বাধ্য হচ্ছে।
পুরুলিয়া শহরের মফস্বল থানার ২ নম্বর ব্লকে অবস্থিত সিং বাজার গ্রাম। এই গ্রামের ৬০ টি পরিবার তাঁতি। বংশপরম্পরায় তারা তাঁত বোনার কাজ করছেন। এককালে তাদের হাতের কাজের বিপুল চাহিদা ছিল। কিন্তু বর্তমানে বাহারি কাপড়ের ভিড়ে হাতে বোনা তাঁতের চাহিদা কমে যাওয়ায় করুন দশা হয়েছে তাদের। চরম অর্থ কষ্টে কোনক্রমে দিন যাপন করছেন তারা। হাতে বোনা তাদের কাপড়ের বরাত না মেলায় এখন এই গ্রামে মাত্র ১০ থেকে ১৫ টি ঘরেই তাঁত বোনা কাজ হয়। বেশিরভাগ তাঁতি পেটের দায়ে পেশা বদলাতে বাধ্য হয়েছে। কয়েক জন বৃদ্ধ তাঁতি দাবি বাধ্যক্ষ ভাতা মিললেও মিলেনা অন্য কোন সরকারি সহায়তা।
advertisement
advertisement
যে সকল তাঁতিরা সুতো তৈরি কাজ করেন তাদের দাবি, বংশপরম্পরায় তারা সুতোর কাজ করছে একটা সময় তাদের বোনা তাঁতের কাজের বিপুল চাহিদা ছিল। কিন্তু আজ সেসব অতীত। সরকার যদি তাদের জন্য লোনের ব্যবস্থা করে তাহলে তারা বিকল্প কিছু পরিকল্পনা করে তাদের শিল্পকে বাঁচানোর চেষ্টা করবে।
advertisement
গ্রাম বাংলার ঐতিহ্য এই তাঁত শিল্প। রেডিমেড কাপড়ের বাজারে তাঁত শিল্পীদের কদর কমলেও তাঁতের চাহিদা আজও রয়েছে। শুধু প্রয়োজন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের।
Sarmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : নারী সৌন্দর্য্য পূর্ণতা পায় তাঁদের হাতে বোনা শাড়িতে, আজ তাঁরাই আঁধারে
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement