Murshidabad News: বাড়িতে সাপ দেখা গেলেই প্রলয়! না খোঁজ পড়ে ‘এই’ প্রলয়ের, চিনে নিন

Last Updated:

Murshidabad News: বাড়িতে সাপ দেখা দিলেই ডাক পড়ে তাঁর! ত্রাতার ভূমিকায় হাজির সর্পপ্রেমী শিক্ষক প্রলয়

+
ফরাক্কাতে

ফরাক্কাতে সাপ উদ্ধার করছেন শিক্ষক প্রলয় 

#মুর্শিদাবাদ:  শিক্ষক অথচ বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন সমাজের জন্য। এই রকম এক মানবিক শিক্ষককে দেখা যায় ফরাক্কায়। যেখানে বাড়ির মধ্যে সাপ দেখা যায়, সেই জায়গায় ছুটে যান এবং বিনামূল্যে পরিষেবা দিয়ে আসেন। ফরাক্কার এক শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি এই পরিষেবা দিয়ে যান ফরাক্কার বিভিন্ন জায়গায়। সমস্ত রকমের কাজ ফেলে দিয়ে এই পরিষেবা দিয়ে যান ফরাক্কাবাসীর জন্য। শিক্ষকের নাম প্রলয় চট্টোপাধ্যায় বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। কর্মসূত্রে তিনি ফরাক্কার সার্কেলের বলিদা পুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বর্তমানে ফরাক্কার দু'নম্বর কলোনিতে থাকেন
শিক্ষক প্রলয় চট্টোপাধ্যায় জানান, রবিবার দুপুরে যখন সেই শিক্ষক নিজের জন্য রান্না করছিলেন। তখন সেই সময় তার কাছে একটি ফোন আসে, ফরাক্কা বাঁধ প্রকল্পের আবাসন থেকে, জানতে পারেন সেখানে বিষধর সাপ দেখা দিয়েছে। ছুটে গিয়ে আবাসনের একটি বাড়ি থেকে বিষধর সাপকে উদ্ধার করেন। সবাই আতঙ্কে ছিল যে  এই সমস্ত বিষধর সাপ যদি কাউকে কামড়ে দেয়।
advertisement
advertisement
প্রলয় শুধু সাপ ধরাই নয়,  সাপ কামড় দিলে দেরি না করে তার জন্য চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে। অযথা এদিক ওদিক বিভিন্ন রকম ওঝার কাছে না গিয়ে চিকিৎসা করাতে পরামর্শ দেওয়ার কথা বলে  থাকেন তিনি।
advertisement
স্থানীয় আবাসনের বাসিন্দা সূত্রে জানা যায়, এই রকম বিষধর সাপ প্রায় আবাসনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ফরাক্কা বাঁধ প্রকল্পের আবাসনে আশেপাশে প্রচুর জঙ্গল হওয়ায় এই ধরনের বিষধর সাপগুলি দেখা যাচ্ছে বলে জানা যায়। ফরাক্কার বাঁধ প্রকল্পের আবাসন থেকে একটি বিষধর সাপ উদ্ধার করে তার উপযুক্ত পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে । তবে শিক্ষক যে শুধু ছাত্র ও ছাত্রীদের পাঠদান করে সামাজিক দায়বদ্ধতা নয়, সাপ উদ্ধার করে তাকেও নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিয়ে সামাজিক কাজ করে চলেছেন শিক্ষক প্রলয় চট্টোপাধ্যায়৷
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাড়িতে সাপ দেখা গেলেই প্রলয়! না খোঁজ পড়ে ‘এই’ প্রলয়ের, চিনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement