এই স্বাস্থ্য কেন্দ্রটি কোনদিনই সঠিক ভাবে চলেনি বলে অভিযোগ স্থানীয়দের। আগে মাসে এক থেকে দু'বার খোলা হত। এখানে নির্দিষ্ট কোনও স্টাফও নেই। অন্য হেলথ সেন্টার থেকে স্বাস্থ্যকর্মীরা এসে এখানে ক্যাম্প করেন। কিন্তু অনেকদিন তাঁরা না আসায় দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে হেলথ সেন্টারটি।
আরও পড়ুন: রাজ আমলের রাস্তা হারিয়ে যাওয়ার মুখে, আর তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় নিত্যযাত্রীদের
advertisement
এই এলাকায় ছিটমহলের বাসিন্দাদের বসবাস। তাঁরা এই পোয়াতুর কুঠি স্বাস্থ্য কেন্দ্র থেকেই পরিষেবা পান। কিন্তু প্রশাসনিক অবহেলায় এই মানুষগুলো শুধু বঞ্চিত হচ্ছেন না, কার্যত বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। বর্তমানে হেলথ সেন্টারটিকে দেখলে ভুতুড়ে বাড়ি বলে মনে হবে।
এই পরিস্থিতিতে যে কোনও সমস্যায় এখানকার মানুষকে ছুটতে হচ্ছে দূরের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা দিনহাটা মহকুমা হাসপাতালে। এলাকার মানুষের দাবি, পোয়াতুর কুঠি হেল্প সেন্টারে পরিকাঠামো পর্যাপ্ত আছে। কিন্তু স্থায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না করাতেই এই সমস্যা তৈরি হয়েছে। পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলেছে এলাকার মানুষ।
সার্থক পণ্ডিত