Malda News: রাজ আমলের রাস্তা হারিয়ে যাওয়ার মুখে, আর তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় নিত্যযাত্রীদের

Last Updated:

পরবর্তীতে এই রাস্তা ডিস্ট্রিক বোর্ডের অধীনে চলে যায়। সেই সময় মালদহের দু'টি রাস্তা সরকারি বোর্ডের অধীনে ছিল। তার মধ্যে একটি হল এই রাস্তা। তবে বর্তমানে সামসি স্টেশন থেকে চাঁচল পর্যন্ত এই রাস্তার অধিকাংশই জাতীয় সড়কের অধীনে চলে গিয়েছে। যদিও কিছুটা অংশ এখনও থেকে গিয়েছে প্রাচীন রাস্তা হিসেবে। সামসি স্টেশন থেকে সামসি ৪২০ মোড় পর্যন্ত হল সেই প্রাচীন রাস্তার অংশ।

+
title=

মালদহ: একসময় চাঁচলে আলাদা রাজা ছিলেন। সেই রাজা সামসি রেল স্টেশন থেকে চাঁচল পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তা তৈরি করেন। মূলত সামসি স্টেশনের সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতেই তৈরি হয়েছিল এই রাস্তা। পরবর্তীতে এই রাস্তা ডিস্ট্রিক বোর্ডের অধীনে চলে যায়। সেই সময় মালদহের দু'টি রাস্তা সরকারি বোর্ডের অধীনে ছিল। তার মধ্যে একটি হল এই রাস্তা। তবে বর্তমানে সামসি স্টেশন থেকে চাঁচল পর্যন্ত এই রাস্তার অধিকাংশই জাতীয় সড়কের অধীনে চলে গিয়েছে। যদিও কিছুটা অংশ এখনও থেকে গিয়েছে প্রাচীন রাস্তা হিসেবে। সামসি স্টেশন থেকে সামসি ৪২০ মোড় পর্যন্ত হল সেই প্রাচীন রাস্তার অংশ। কিন্তু প্রশাসনের উদাসীনতায় রাজা আমলে তৈরি এই রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল।
এলাকার মানুষের অভিযোগ, গত কয়েক বছর ধরে রাজ আমলে তৈরি এই রাস্তার কোনও সংস্কার হয়নি। ফলে বর্তমানে তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিত্যদিন চরম সমস্যায় পড়তে হচ্ছে রেলযাত্রী থেকে শুরু করে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের। উত্তর মালদহে গুরুত্বপূর্ণ রেলস্টেশন হিসেবে পরিচিত সামসি। দূরপাল্লার একাধিক ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। নিত্যদিন কয়েক হাজার যাত্রী চলাচল করেন এই প্রাচীন রাস্তা দিয়ে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রেলযাত্রী, সকলের দাবি মেনে রাস্তাটি মেরামতির উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন। বছরখানেক আগে ঘটা করে এই রাস্তার কাজের শিলান্যাস করেছিলেন জেলার দুই বিধায়ক। এমনকি রাস্তার পাশে কাজের ফলক পর্যন্ত পোঁতা হয়েছিল। অনলাইনে টেন্ডার‌ও হয়ে যায়। রাস্তা সংস্কারের জন্য আশেপাশের অবৈধ নির্মাণ‌ও ভাঙা হয়েছিল। তোরজোর দেখে স্থানীয়রা ভেবেছিলেন, এবার হয়ত দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। কিন্তু যেইকে সেই, এক বছর কেটে গেলেও এখনও রাস্তার কাজ‌ই শুরুই হয়নি। বেহাল রাস্তা দিয়ে এখন‌ও প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে রেল যাত্রীদের।
advertisement
এই রাজ আমলের রাস্তার দুই পাশে রয়েছে স্থানীয় বাজার। বেহাল রাস্তার জন্য চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা বেহাল থাকায় আসছে না ক্রেতারা। রাস্তার পাশেই আছে একটি হাইস্কুল। এই বিপজ্জনক রাস্তা দিয়ে চলাচল করতে হ‌ওয়ায় ছাত্রছাত্রীরা যে কোন‌ও মুহূর্তে দুর্ঘটনার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও এই প্রাচীন রাস্তা ঐতিহ্যের অংশ। তাই এটি সংস্কার করে টিকিয়ে রাখা জরুরি বলে মনে করছেন এলাকার মানুষ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাজ আমলের রাস্তা হারিয়ে যাওয়ার মুখে, আর তাতে নাভিশ্বাস ওঠার জোগাড় নিত্যযাত্রীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement