স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “কোনামুক্তা গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুল হক যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় ওই একই গ্রামের নির্দল প্রার্থী হামিদুল হকের সমর্থকরা তাঁকে পথ আটকে বেধড়ক মারধর করেন।
এবং তাঁর পায়ে গুলি চালান বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গুরুতর আশঙ্কাজনক পরিস্থিতিতে ভর্তি করা হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী আজিজুল হককে। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত কোচবিহারের স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
advertisement
আরও পড়ুন:নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, “কোনামুক্তা গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুল হক দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় তাঁর ওপর আক্রমণ হয়। একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এবং তাঁর পায়ে গুলি চালায়। অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কোচবিহারের স্থানান্তরিত করা নির্দেশ দেন। গোটা ঘটনার লিখিত অভিযোগ জমা করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনও দোষীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।”
Sarthak Pandit