Arpita Mukherjee Partha Chatterjee: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Arpita Mukherjee Partha Chatterjee: এদিন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় - দুজনকেই ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। সেখানেই বিচারকের কাছে একাধিক অভিযোগ করেন অর্পিতা।
কলকাতা: প্রায় ১০ মাস পর কারাগারের অন্তরালের বাইরে বেরিয়েও মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়। গত মাসের শেষ দিকে আদালত থেকে বেরিয়ে কোর্টে উপস্থিত হওয়ার সময়ও মুখে কুলুপ এঁটেছিলেন অর্পিতা। দীর্ঘদিন পর তাঁকে সশরীরে আদালতে পেশ করা হয়েছিল। সালোয়ার – কামিজ আর ওড়নায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আদালতে ঢুকেছিলেন তিনি। মুখে ছিল মাস্ক। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। কিন্তু সোমবার ভার্চুয়াল শুনানিতে বিচারকের সামনে মুখ খুললেন তিনি।
এদিন নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় – দুজনকেই ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। সেখানেই বিচারকের কাছে একাধিক অভিযোগ করেন অর্পিতা। ভার্চুয়ালি আদালতকে অর্পিতা জানান, জেলে তাঁর চিকিৎসা ঠিক হচ্ছে না। শারীরিক সমস্যা হচ্ছে। বিচারক তাঁকে জানান ,জেলকে তিনি সুপারিশ করবেন, যাতে চিকিৎসা ঠিক হয়। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানান, তাঁকে যাতে হার্ড কপি দেওয়া হয়। বিচারক জানান, অত কপি দেওয়া যাবে না। ওঁর আইনজীবীকে পেনড্রাইভে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধারের পর গত বছর ২৩ জুলাই গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়। তার পর কয়েকবার তাঁকে সশরীরে আদালতে পেশ করে ইডি। কিন্তু জেল হেফাজতের নির্দেশের পর অর্পিতাকে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রেসিডেন্সি জেলের বাইরে বার করা হয়নি। ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়েছে তাঁকে। দীর্ঘ প্রায় ১০ মাস পর গত মে মাসে সশরীরে আদালতে হাজিরা দেন অর্পিতা।
advertisement
শেষবার সশরীরে আদালতে পেশের সময় অর্পিতা বলেছিলেন, ”টাকা আমার নয়। আমাকে ফাঁসানো হয়েছে। আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মা অসুস্থ। মায়ের পাশে থাকতে চাই।” গত ২২ জুলাই তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে তাঁরা পার্থবাবুর সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক অভিনেত্রীর জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পান। এর পর দক্ষিণ কলকাতায় অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেন তাঁরা। অর্পিতার বেলঘড়িয়ার আরও একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে মেলে প্রায় ২৭ কোটি টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 2:09 PM IST