আরও পড়ুন: বর্ষার আগে গোবরজ্যোতি নদীতে পাকা বাঁধের দাবি
কোচবিহার শহরের কবিরাজ বাগানের বাসিন্দা অতনু বণিক বলেন, দীর্ঘ সময় ধরে অবহেলার কারণে এই দিঘিটির বেহাল অবস্থা। নোংরা আবর্জনা পড়ে থাকার কারণে কাইয়া দিঘিকে ডাস্টবিন মনে হচ্ছে। পথ চলতি মানুষের একাংশ এই দিঘির মধ্যেই শৌচকর্ম করে। এছাড়াও দিঘির একপাশ অবৈধভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে ক্রমশ। কোচবিহারের সার্থে এই দিঘিটির দ্রুত সংস্কার করা দরকার বলে তিনি জানান। তাঁর অভিযোগ, এই বিষয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন জানালেও তারা উদাসীন। একবার যত সামান্য টাকা বরাদ্দ হলেও তাতে কাজের কাজ কিছু হয়নি বলে জানান তিনি।
advertisement
শহরের পরিবেশপ্রেমী অর্ধেন্দু বণিক জানান, আগে কোচবিহার পুরাতন বাজার বা ভবানীগঞ্জ বাজারে আগুন লাগার পর এই দিঘির জল দিয়ে আগুন নেভানো হয়েছিল। তবে বর্তমানে এই দিঘির যা অবস্থা জল নেওয়া তো দূরে থাক, জল দেখাই যায়না। নোংরা আবর্জনা জমে জমে ঘাটগুলির অবস্থা একেবারে বেহাল। কাইয়া দিঘির মধ্যে কচুরিপানা জমে সেটি আগাছায় পরিপূর্ন হয়ে গিয়েছে। রাজ আমলের হেরিটেজ এই দিঘীর অবিলম্বে সংস্কার প্রয়োজন।
সার্থক পণ্ডিত