Alipurduar News: বর্ষার আগে গোবরজ্যোতি নদীতে পাকা বাঁধের দাবি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
গত পাঁচ বছর ধরে গোবরজ্যোতি নদীর ভাঙনে আলিপুরদুয়ারের এই এলাকার বহু মানুষের কৃষি জমি, সুপরি বাগান নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। অনেকেই চাষের জমি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন।
আলিপুরদুয়ার: গোবরজ্যোতি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ভুটান সীমান্তবর্তী কালচিনির খোকলাবস্তির মানুষ। নদীতে পাকা বাঁধ না থাকায় এই বিপর্যয় ঘটেছে বলে তাদের দাবি। তাই বর্ষা আসার আগে গোবরজ্যোতি নদীতে পাকা বাঁধ দেওয়ার দাবি জানালেন তাঁরা।
গত পাঁচ বছর ধরে গোবরজ্যোতি নদীর ভাঙনে আলিপুরদুয়ারের এই এলাকার বহু মানুষের কৃষি জমি, সুপরি বাগান নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। অনেকেই চাষের জমি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। এই প্রসঙ্গে এলাকার বাসিন্দারা জানান, ভাঙন রোধের জন্য নদীতে পাকা বাঁধ নির্মাণ করার আবেদন জানিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে কোথাও থেকে এখনও নির্দিষ্ট কোনও আশ্বাস মেলেনি।
advertisement
advertisement
সামনেই বর্ষা। সেই সময় গোবরজ্যোতি নদী ফুলেঁপে ভয়ঙ্কর আকার ধারণ করে বলে জানালেন এলাকার মানুষ। আর তার জেরেই বর্ষাকালে ভাঙন সমস্যা ব্যাপক আকার ধারণ করে। নদীর পাড় পাকা বাঁধ দিয়ে না বাঁধলে এবছরও বহু মানুষের কৃষি জমি, সুপরি বাগান নদী গর্ভে চলে যাবে বলে আশঙ্কা খোকলা বস্তির মানুষের। আসলে বর্ষায় ভুটানের পাহাড় নেমে আসা জলে বিশাল রূপ ধারণ করে এই গোবরজ্যোতি নদী। আগে নদীটি ১৫ ফুট চওড়া ছিল।বর্তমানে তা পাড় ভাঙতে ভাঙতে ২০০ ফুট চওড়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কাতর আবেদন জানিয়েছেন এই এলাকার মানুষ।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 4:45 PM IST