Howrah News: এলাকায় থাকবে না ডাস্টবিন, আগামীতে হাওড়ায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে

Last Updated:

কলকাতার যমজ শহর হাওড়া পুরনিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান বলেন, হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরসভা যৌথভাবে প্ল্যাস্টিক বন্ধ করতে প্রচার করবে।

+
title=

হাওড়া: পুর এলাকায় আর থাকবে না ভ্যাট বা ডাস্টবিন। বদলে আগামী দিনে পুরসভার সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগহ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন‌ই জানালেন হাওড়ার প্রশাসক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী।
কলকাতার যমজ শহর হাওড়া পুরনিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান বলেন, হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরসভা যৌথভাবে প্ল্যাস্টিক বন্ধ করতে প্রচার করবে। জল জমার সমস্যা থেকে মুক্তি পেতে এদিন হাওড়া পুরসভার একটি বিশেষ টিম বিভিন্ন ওয়ার্ডে সারপ্রাইজ ভিজিট করে। সেখানেই এমনই বললেন সুজয় চক্রবর্তী। তিনি আরও বলেন, প্রতিবছর বর্ষায় জল জমার যন্ত্রনায় ভুগতে হয় হাওড়ার মানুষকে। সেই পরিস্থিতি বদলাতে এবার আগে থেকেই তৎপর হয়েছে পুরসভা।
advertisement
advertisement
সুজয়বাবু জানান, এবার বর্ষা আসার আগেই সব নর্দমা পরিস্কার করা হবে। নিকাশির কাজ ঠিক কেমন হচ্ছে তা জানার জন্যই এই সারপ্রাইজ ভিসিট। আগামী দু’সপ্তাহ টানা এই সারপ্রাইজ ভিসিট চলবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, গত বছরেও এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বছরও সেই একই কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়া পুরসভার ৭, ৮, ৯, ১০ ও ৫০ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে সমস্ত ওয়ার্ডেই বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ হবে। গতবছর এর ফলে ভাল সাড়া মিলেছে। তবে গত বছর যে ভুল ত্রুটি ছিল তা এই বছর শুধরে নেওয়া হয়েছে। আর তাই বর্ষার আগে বহু জায়গায় নতুন পাকা নর্দমা তৈরি করা হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এলাকায় থাকবে না ডাস্টবিন, আগামীতে হাওড়ায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement