Howrah News: এলাকায় থাকবে না ডাস্টবিন, আগামীতে হাওড়ায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে

Last Updated:

কলকাতার যমজ শহর হাওড়া পুরনিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান বলেন, হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরসভা যৌথভাবে প্ল্যাস্টিক বন্ধ করতে প্রচার করবে।

+
title=

হাওড়া: পুর এলাকায় আর থাকবে না ভ্যাট বা ডাস্টবিন। বদলে আগামী দিনে পুরসভার সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগহ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন‌ই জানালেন হাওড়ার প্রশাসক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী।
কলকাতার যমজ শহর হাওড়া পুরনিগমের প্রশাসক মণ্ডলীর প্রধান বলেন, হাওড়া সিটি পুলিশ ও হাওড়া পুরসভা যৌথভাবে প্ল্যাস্টিক বন্ধ করতে প্রচার করবে। জল জমার সমস্যা থেকে মুক্তি পেতে এদিন হাওড়া পুরসভার একটি বিশেষ টিম বিভিন্ন ওয়ার্ডে সারপ্রাইজ ভিজিট করে। সেখানেই এমনই বললেন সুজয় চক্রবর্তী। তিনি আরও বলেন, প্রতিবছর বর্ষায় জল জমার যন্ত্রনায় ভুগতে হয় হাওড়ার মানুষকে। সেই পরিস্থিতি বদলাতে এবার আগে থেকেই তৎপর হয়েছে পুরসভা।
advertisement
advertisement
সুজয়বাবু জানান, এবার বর্ষা আসার আগেই সব নর্দমা পরিস্কার করা হবে। নিকাশির কাজ ঠিক কেমন হচ্ছে তা জানার জন্যই এই সারপ্রাইজ ভিসিট। আগামী দু’সপ্তাহ টানা এই সারপ্রাইজ ভিসিট চলবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, গত বছরেও এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এই বছরও সেই একই কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়া পুরসভার ৭, ৮, ৯, ১০ ও ৫০ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনে সমস্ত ওয়ার্ডেই বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ হবে। গতবছর এর ফলে ভাল সাড়া মিলেছে। তবে গত বছর যে ভুল ত্রুটি ছিল তা এই বছর শুধরে নেওয়া হয়েছে। আর তাই বর্ষার আগে বহু জায়গায় নতুন পাকা নর্দমা তৈরি করা হচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এলাকায় থাকবে না ডাস্টবিন, আগামীতে হাওড়ায় বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement