হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
পার্ক থাকলেও যায় না কেউ! কারণ জানলে অবাক হবেন

South 24 Parganas News: পার্ক থাকলেও সেখানে যাওয়ার পরিস্থিতি নেই! বেহাল অবস্থা ডায়মন্ডহারবারে

X
title=

ডায়মন্ডহারবার পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পার্কের অবস্থা বেহাল। বেশ কিছু পার্কে আলো নেই। ভেঙে পড়েছে দোলনা। রেলিংও ভাঙা বেশ কিছু জায়গায়। বসার জায়গাও ভালো অবস্থায় নেই।

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: পার্ক আছে, কিন্তু সেখানে বসার মত পরিস্থিতি নেই। চারিদিকে ছড়িয়ে রয়েছে মদের বোতল, কোথাও আবার ফুটেছে বিষাক্ত পার্থেনিয়াম। তা রীতিমত জঙ্গলের আকার ধারণ করেছে। ফলে এই পার্কে ঘুরে বেড়ানো সম্ভব হয় না মানুষের পক্ষে। এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবারের মানুষ এলাকার পার্কগুলিকে নিয়ে তৈরি হওয়া সমস্যার স্থায়ী সমাধান চাইছে।

আরও পড়ুন: বেহাল অবস্থা রামপুরহাট থেকে মুর্শিদাবাদ যাওয়ার রাস্তার

ডায়মন্ডহারবার পুরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পার্কের অবস্থা বেহাল। বেশ কিছু পার্কে আলো নেই। ভেঙে পড়েছে দোলনা। রেলিংও ভাঙা বেশ কিছু জায়গায়। বসার জায়গাও ভালো অবস্থায় নেই। কিন্তু কেন এমন পরিস্থিতি সেই সেই উত্তর কারুর কাছে নেই। স্থানীয়দের দাবি পার্কের এই বেহাল অবস্থার জন্য শিশুরা সেখানে খেলতে পারে না। সন্ধে হলেই আলো কম থাকায় বাড়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য।

এই নিয়ে সিপিএমের ডায়মন্ডহারবার-১ এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস ঘোষ বলেন, পার্ক যে উদ‍্যেশ‍্যে তৈরি হয়েছিল সেই উদ‍্যেশ‍্য শেষ হয়ে গিয়েছে। ফলে পার্কের দিকে আর কারুর নজর নেই। পার্কের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে দিনের পর দিন। বাড়ছে সমাজ বিরোধীদের আনাগোনা। এই প্রসঙ্গে ডায়মন্ডহারবারের পুরপ্রধান প্রণব দাস বলেন, আলো, আগাছা পরিষ্কার সহ একাধিক কাজ করার চেষ্টা চলছে। পার্ক ফাঁকা থাকার সুযোগে কেউ হয়ত একাজ করছে। সেজন‍্য পুলিশকে জানানো হয়েছে। তাদের প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নবাব মল্লিক

Published by:kaustav bhowmick
First published:

Tags: Diamond Harbour, Park