Birbhum News: বেহাল অবস্থা রামপুরহাট থেকে মুর্শিদাবাদ যাওয়ার রাস্তার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
রাস্তাটি প্রায়শই সংস্কার করা হয়। কিন্তু উপাদান ভালো না থাকায় কিছুদিন যেতে যা যেতেই রাস্তার পিচ উঠে বেহাল অবস্থা হয়ে যায়।
বীরভূম: বেহাল অবস্থা রাস্তার। তার জেরে বিপাকে পড়েছে প্রায় ৫০ টি গ্রামের মানুষ। এমনই পরিস্থিতি রামপুরহাট থেকে দুনিগ্রাম যাওয়ার রাস্তার। এটাই বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদের সংযোগের অন্যতম প্রধান পথ। ফলে এই রাস্তা বেহাল হওয়ায় প্রচুর মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি উঠেছে।
এলাকাবাসীদের থেকে জানা গিয়েছে, রামপুরহাট থেকে হাসন যাওয়া যায় রামপুরহাট-দুনিগ্রাম রাস্তাটি দিয়ে। এটাই বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদের সংযোগ রক্ষার অন্যতম প্রধান পথ। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি প্রায়শই সংস্কার করা হয়। কিন্তু উপাদান ভালো না থাকায় কিছুদিন যেতে যা যেতেই রাস্তার পিচ উঠে বেহাল অবস্থা হয়ে যায়। তাতেই বিপাকে পড়ে সাধারণ মানুষ। সব থেকে বেশী সমস্যা হয় বৃষ্টি হলে। রাস্তার গর্তে জল জমে আরও বেহাল অবস্থার সৃষ্টি হয়।
advertisement
advertisement
এই গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে টোটো চালক মুকুল চাঁদ শেখ বলেন, আমি মুর্শিদাবাদ থেকে রামপুরহাট প্রয়াশই যাত্রী নিয়ে আসি। যে রাস্তাটি যেতে ৪০ মিনিট লাগার কথা তা বেহাল অবস্থার জন্য সময় লাগছে প্রায় দেড় ঘণ্টা। একই কথা শোনা গিয়েছে নিত্যযাত্রী অনুসুফ রহমানের গলায়। তিনি বলেন, রাস্তায় মেরামত হয়। তবে খারাপ জায়গার উপর নতুন পিচের স্তর লেপে কাজ সেরে ফেলা হয়। তাই কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তা খারাপ হয়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে তিনি জানান।
advertisement
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 3:42 PM IST