আরও পড়ুন: স্মার্ট হচ্ছে শিলিগুড়ি পুরনিগম
এই প্রসঙ্গে কোচবিহার শহরের এই অন্যতম বড় পুজো কমিটির সম্পাদক জহর রায় জানান, গোটা উত্তরবঙ্গের মানুষের কাছে প্রতি বছর একটি বড় আকর্ষণ থাকে কোচবিহার নাট্য সংঘের দুর্গাপুজো থিম। সেই ধারাকে অব্যাহত রাখতে এবং ৭৪ বছরের পুজোকে স্মরণীয় করে রাখতে এবারেও বিশেষ থিম তৈরি করা হচ্ছে। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এই থিম। রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা নৃত্যনাট্যের আদলে তৈরি করা হচ্ছে এবার পুজোর থিম। এই পুজোর মোট বাজেট ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
নাট্য সংঘের মণ্ডপ শিল্পী শৌভিক ভৌমিক জানান, এই বছরের থিমটি তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। মূলত মাটি, খড়, পাটের দড়ি, বাঁশ, কাপড় দিয়েই গোটা কাজটি করা হচ্ছে। থিমের নাম ‘যে মানব তুমি, সে মানব আমি কন্যা’।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 6:27 PM IST