Siliguri News: স্মার্ট হচ্ছে শিলিগুড়ি পুরনিগম

Last Updated:

স্মার্ট হয়ে উঠছে শিলিগুড়ি পুরনিগম। দুর্গাপুজোর আগেই বড় পদক্ষেপ

+
title=

শিলিগুড়ি: স্মার্ট হচ্ছে শিলিগুড়ি পুরনিগম। যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের কাজে গতি আনতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত। এই নিয়ে হয়ে গেল উচ্চপর্যায়ের বৈঠক।
প্রথমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বোরো ভিত্তিক বৈঠক করল শিলিগুড়ি পুরনিগম। প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু করেন মেয়র গৌতম দেব। এদিন পাঁচটি বোর্ডর চেয়ারম্যান এবং সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ি শহরে বোরো ভিত্তিক ছোট বড় বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। যা কম সময়ে ছোট বড় সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে।
advertisement
advertisement
একইসঙ্গে পুজোর আগে শহরকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার উপর জোর দেওয়া হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়। বোরো ভিত্তিক সমস্ত জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সঠিকভাবে হচ্ছে কিনা সেই নিয়ে আলোচনা করা হয়েছে। জানা যায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে এদিন বৈঠক হয়েছে। স্ট্যান্ডিং কমিটির গ্রুপকে পুনরায় কাজে লাগানো হচ্ছে। প্রতিটি কমিটিতে ৯ জন সদস্য রয়েছে। মোট ৪ টি কমিটি আছে।
advertisement
মেয়র গৌতম দেব জানান, আমরা দেখেছি যে কোনও বৈঠক ডাকলেই নানান রকম সমস্যা হয়। নানান কাজ থাকায় সমস্ত জায়গা থেকে বৈঠকে যোগ দিতে পারেন না অনেকেই। কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করলে আর সেই সমস্যা থাকবে না।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: স্মার্ট হচ্ছে শিলিগুড়ি পুরনিগম
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement