North 24 Parganas News: গণিত চর্চায় বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল বসিরহাট কলেজ

Last Updated:

অধ্যাপক সুদীপ মণ্ডলের হাত ধরে বিশ্বের গণিত চর্চার মানচিত্রে জায়গা করে নিল বসিরহাট কলেজ

+
title=

উত্তর ২৪ পরগনা: গণিত চর্চায় বিশ্বের মানচিত্রে স্থান পেল বসিরহাট কলেজ। প্রকাশিত হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তৈরি করা ২০২৩ সালের প্রভাবশালী বিজ্ঞানীদের নামের তালিকা। সেখানে সারা পৃথিবীর গবেষকদের প্রকাশিত গবেষণাপত্রের গুণমানের নিরিখে গণিত চর্চায় নাম উঠে এসেছে বসিরহাট কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সুদীপ মণ্ডলের।
অধ্যাপকের এমন কৃতিত্বে গর্বিত বসিরহাট কলেজের অধ্যাপক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা। সুদীপবাবু শুধু বসিরহাটের গর্ব নয় রাজ্য তথা দেশের গর্ব। কলেজর পক্ষ থেকে তাঁকে স্বারক সম্মান দিয়ে সংবর্ধিত করছে অধ্যাপক থেকে ছাত্র-ছাত্রীরা। বিশিষ্ট জনেরা সামাজিক সোশ্যাল মাধ্যমে এই কৃতিত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
advertisement
advertisement
বাদুড়িয়া ব্লকের চাতরা পঞ্চায়েতের ঘোষপুর গ্রামে বাড়ি সুদীপবাবুর। হতদরিদ্র পরিবারের সন্তান। নুন আনতে পান্তা ফুরানো সংসারে স্বপ্ন দেখতেন গণিত নিয়ে চর্চা করার। ছোটবেলা থেকেই গণিতের উপর দক্ষতা ছিল। তাঁর সেই স্বপ্ন অবশেষে সত্যি হল।
সুদীপ মণ্ডলের এই কৃতিত্বে গর্বিত তাঁর বাবা-মা থেকে শুরু করে গ্রামবাসীরা। এই প্রসঙ্গে সুদীপবাবু জানান, ছাত্র-ছাত্রীরা গণিতের উপরে একটু চর্চা করলে আরও বেশি করে সমাজে এগিয়ে যেতে পারবে। অধ্যাপকের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বহু ছাত্রছাত্রী আগামীদিনের স্বপ্ন দেখছেন। দেশ তথা বিশ্বের দরবারে তাদের সাফল্য তুলে ধরা সংকল্প নিয়েছেন। বসিরহাট কলেজের অধ্যক্ষ অশোক কুমার মণ্ডল বলেন, সুদীপ মণ্ডল বরাবরই গণিতের উপর দক্ষ। পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে তিনি গণিত চর্চা করেন। তাঁর সাফল্য দেশ তথা বিশ্বের দরবারে বসিরহাট কলেজের নাম উজ্জ্বল করেছে।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গণিত চর্চায় বিশ্বের মানচিত্রে জায়গা করে নিল বসিরহাট কলেজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement