ভয় দেখিয়ে পিক আপ ভ্যান থেকে শুকনো মাছ নামিয়ে নিজেদের গাড়িতে তুলে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ বিষয়ে গাড়ির চালক ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুকনো মাছের গাড়ির চালকের অভিযোগ, "নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় একদল দুষ্কৃতি তার গাড়ি আটক করে। তারপর সেখানেই বেধরক মারধর করা হয় তাকে। এবং তাকে প্রাণের মেরে ফেলার ভয় দেখিয়ে তার গাড়ি থেকে শুকনো মাছ নামিয়ে নেয় তারা। তারপর অন্য একটি গাড়ি করে সেই মাছ নিয়ে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।"
advertisement
আরও পড়ুনঃ অপরিষ্কার অবস্থায় পড়ে কোচবিহার লম্বা দীঘি, দ্রুত পরিষ্কারের দাবি জানালেন স্থানীয়রা
এই গোটা ঘটনার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুত সেই দুষ্কৃতীদের ধরে ফেলা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।তবে রাস্তা আটকে এই ধরনের ছিনতাই এর ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে পুলিশকে। বহু ধরনের ছিনতাই এর অভিযোগ থাকলেও এ ধরনের ছিনতাই খুব একটা শুনতে পাওয়া যায় না। তবে এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুতে আচমকাই উত্তপ্ত তুফানগঞ্জ
এলাকার এক স্থানীয় বাসিন্দা মীনাজুল রহমান বলেন, "রাতের বেলা পণ্যবাহী গাড়ি আটকে এই ধরনের ছিনতাই এই এলাকায় প্রথম। টাকা পয়সা ছিনতাই কিংবা সামগ্রী লুট আগেও হয়েছে বহুবার।" তবে ছিনতাইকারী দল শুকনো মাছ ছিনতাই করলো কেন এটা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
Sarthak Pandit