মাথাভাঙা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। গোটা ঘটনার বিষয়টি জানিয়ে সেই পঞ্চায়েত সদস্য ঘোকসাডাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘোকসাডাঙা থানার পুলিশ জানিয়েছে, "গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।" এদিকে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ।
advertisement
মাথাভাঙা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের অভিযোগ, "বৃহস্পতিবার উনিশবিশা গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভা চলাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকের তালিকা নিয়ে নানা অনিয়মের প্রতিবাদ করলে উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজা বিবির স্বামী তথা তৃণমূল কংগ্রেসের নেতা আইজুল মিয়াঁ তার উপর অতর্কিতে হামলা চালান এবং তীব্র মারধর করেন। গোটা ঘটনা তিনি ব্লকের বিডিওকে জানানোর পাশাপাশি ঘোকসাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।"
আরও পড়ুন : বাড়বে না ব্লাড সুগার, মধুমেহ রোগীরা নির্ভয়ে খেতে পারবেন এই বিশেষ জয়নগরের মোয়া
যদিও এই গোটা ঘটনার বিষয়টি নিয়ে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রধানের স্বামী আইজুল মিয়াঁর বক্তব্য, "পঞ্চায়েতের সদস্য স্বপন বর্মন একটি ভুয়ো জব কার্ড নিয়ে মিথ্যে অভিযোগ তুলে গ্রাম সংসদ সভা ভণ্ডুল করার প্রচেষ্টা করছিল। সকলে মিলে তাতে বাধা দেওয়া হয়। সেখানে সিভিক পুলিশ-সহ স্থানীয় প্রশাসনের অনেকেই ছিল। মারধরের কোনও ঘটনাই ঘটেনি সেখানে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা তুলতেই এসব মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।"
আরও পড়ুন : কলকাতায় বাড়ি আছে অথচ ঠিকানা নেই! বছরের পর বছর ধরে এটাই সত্যি নস্করহাটের বাসিন্দাদের
যদিও পঞ্চায়েতের প্রধান মনোজা বিবিও স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে বলেই দাবি করেছেন। তবে পঞ্চায়েত সদস্যের তোলা সমস্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাথাভাঙা ২ নং ব্লকের বিডিও উজ্জ্বল সরদার।