বাড়বে না ব্লাড সুগার, মধুমেহ রোগীরা নির্ভয়ে খেতে পারবেন এই বিশেষ জয়নগরের মোয়া

Last Updated:

Jayanagarer Moya for Diabetic Patients: বিশেষ পদ্ধতিতে তৈরী ডায়বেটিক রোগীদের জন্য মিষ্টি জয়নগরের মোয়া 

হাওড়া : আপনি কি মধুমেহ রোগে আক্রান্ত ? শীতের মিষ্টি জয়নগরের মোয়া ইচ্ছে করলেও খেতে পারছেন না? আর চিন্তা নাই, এ বার বাজারে এল জিরো ক্যালোরি চিনিতে তৈরি বিশেষ জয়নগরের মোয়া |
এ বার জয়নগরের বিশেষ এই মোয়ার চাহিদা তুঙ্গে | অবশ্যই এই বিশেষ ধরণের মোয়ার জন্য আপনাকে একটু বেশিই পকেটের কড়ি গুনতে হবে | প্রস্তুতকারী সংস্থার দাবি, রীতিমতো গবেষণাকেন্দ্র তৈরি করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর তার পর এই বিশেষ ধরনের মোয়া তৈরি করা হয়েছে | সংস্থার কর্ণধার রাজেশ দাসের দাবি, "এই মোয়ার দাম একটু বেশি পড়লেও স্বাদে যেমন মিষ্টতা থাকবে ঠিক তেমন শারীরিক ক্ষতিরও আশঙ্কা থাকবে না | শুধু মুখেই নয়, গবেষণাগারে যাবতীয় পরীক্ষার করা হয়েছে, কেউ চাইলে তার সামনেই পরীক্ষা করে দেখিয়ে দেওয়া হবে | তবে ভাববেন না যে সুগার ফ্রি বা বিশেষ করে ডায়বেটিক রোগীদের জন্য তৈরি বলে খেতে আলাদা হবে, তা একেবারেই না, এই মোয়া খেতে সাধারণ মোয়ার থেকে একদমই  আলাদা নয় | কাউকে না বলে খাওয়ালে বুঝবেনই না এর মধ্যে আলাদা কিছু রয়েছে |"
advertisement
আরও পড়ুন :  কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, আগামী ক’দিন কি হাড়কাঁপানো ঠান্ডা, জানুন পূর্বাভাস
তবে এই মোয়া খেতে অন্য সাধারণ মোয়ার থেকে অনেক সুস্বাদু | হাওড়ার সালকিয়ার  ব্রজনাথ গ্র্যান্ড সন্স-এর দোকানেই মিলবে এই বিশেষ সুস্বাদু জয়নগরের মোয়া | মিষ্টির দোকানের কর্ণধার অভিজিৎ দাসের দাবি, " আমরা আগে থেকেই এই বিশেষ পদ্ধতিতে রসগোল্লা, লাড্ডু ও সন্দেশ বা রাবড়ি রসমালাই বানাই , কিন্তু এই পদ্ধতিতে জয়নগরের মোয়া তৈরি হচ্ছে, তাই লোভ সামলাতে পারলাম না | রাজেশের বাবুর থেকে মোয়া এনেই তা আমাদের কাউন্টার থেকেই বিক্রি করছি | ডায়াবেটিকদের জন্য চাহিদাও ছিল এই ধরনের মোয়ার | ক্রেতারা খুশি ,আমরাও ততটা খুশি এই ভেবে যে, আমরা এই সব মিষ্টি আতঙ্কে থাকা মানুষগুলোকে মিষ্টিমুখ করাতে পেরে |"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়বে না ব্লাড সুগার, মধুমেহ রোগীরা নির্ভয়ে খেতে পারবেন এই বিশেষ জয়নগরের মোয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement