তেমনি পাটের চাষ করা কৃষকেরা সঠিক বাজার দর পাবেন। এছাড়াও পাটের পরিমাণ সঠিক পাওয়া যাবে। কোচবিহার জেলায় যে বিপুল পরিমাণ পাটের চাষ করা হয়ে থাকে, সেই সকল পাট চাষীদের সুবিধার্থে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে।
এদিন তুফানগঞ্জ ২নং ব্লকের মহিষকুচি ২নং গ্রাম পঞ্চায়েতের লালকুঠি সংলগ্ন জলাশয়ে পাট পচানোর জন্য প্রদর্শনী করা হয়। এখানে প্রায় ২৫ বিঘা জমির পাট পচানোর জন্য চার কেজি ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করা হয়েছে। এছাড়াও পাট পচাতে কলা গাছ ও কচু গাছের মতো উদ্ভিদের বদলে প্লাস্টিকের ত্রিপল ব্যবহার করলে পাটের কালার ভালো থাকে। এরপর ১২ থেকে ১৩ দিন পর এই প্রদর্শনীর পাট কৃষকদের সামনে তুলে আঁশ ছাড়িয়ে দেখানো হবে পাটের গুণগত মান কতটা ভালো হয়েছে।
advertisement
আরও পড়ুন: Murshidabad: বহরমপুরে নারীসংগঠনের উদ্যোগে হস্তশিল্প মেলা
কৃষকেরা যাতে আগামী দিনে এই পদ্ধতিতে পাট পচানোর দিকে আগ্রহী হয়, সে কারণেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে পাট পচানো প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ব্লক সহ কৃষি অধিকর্তা রঞ্জিত বর্মন ও কৃষি সম্প্রসারণ আধিকারিক সুবোধ রায় ও পার্থ দাস ব্লক টেকনোলজি ম্যানেজার এছাড়াও কেপিএস পল্লব প্রামাণিক।
ব্লক সহ কৃষি অধিকর্তা রঞ্জিত বর্মন জানান, \"আধুনিক পদ্ধতিতে কীভাবে পাট পচানো যায়, সে বিষয়ে হাতেকলমে একটি প্রদর্শনী করা হয়েছে। এতে বেশকিছু কৃষক অংশগ্রহণ করেন। খুব কম সময়ে পাটের গুণগত মান বজায় রেখে কৃষকেরা লাভবান হবেন সেই বিষয়ে আলোচনা করা হল এদিন।\" ভবিষ্যৎ দিনে কোচবিহার জেলার কৃষির উন্নতি ঘটাতে এ ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করা হোক। এমনটাই দাবি জানিয়েছেন কোচবিহার জেলার কৃষকেরা।
Sarthak Pandit