TRENDING:

Coochbehar News: আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী বক্সিরহাটে, কৃষি দফতরের উদ্যোগে খুশি চাষীরা

Last Updated:

ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করে কম সময়ে এবং কম জলে পাটের গুণগত মান বজায় রেখে খুব সহজেই পাট পচানো যায়। এই পদ্ধতিতে পাট পচানো হলে পাটের আশের গুণগত মান যেমন বজায় থাকবে। তেমনি পাটের চাষ করা কৃষকেরা সঠিক বাজার দর পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তুফানগঞ্জ: কৃষি দফতরের পক্ষ থেকে আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী অনুষ্ঠিত হল। এই প্রদর্শনীর মূল উদ্দেশে হল, ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করে কম সময়ে এবং কম জলে পাটের গুণগত মান বজায় রেখে খুব সহজেই পাট পচানো যায়। এই পদ্ধতিতে পাট পচানো হলে পাটের আশের গুণগত মান যেমন বজায় থাকবে।
advertisement

তেমনি পাটের চাষ করা কৃষকেরা সঠিক বাজার দর পাবেন। এছাড়াও পাটের পরিমাণ সঠিক পাওয়া যাবে। কোচবিহার জেলায় যে বিপুল পরিমাণ পাটের চাষ করা হয়ে থাকে, সেই সকল পাট চাষীদের সুবিধার্থে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে।

এদিন তুফানগঞ্জ ২নং ব্লকের মহিষকুচি ২নং গ্রাম পঞ্চায়েতের লালকুঠি সংলগ্ন জলাশয়ে পাট পচানোর জন্য প্রদর্শনী করা হয়। এখানে প্রায় ২৫ বিঘা জমির পাট পচানোর জন্য চার কেজি ক্রাইজাফ সোনা পাউডার ব্যবহার করা হয়েছে। এছাড়াও পাট পচাতে কলা গাছ ও কচু গাছের মতো উদ্ভিদের বদলে প্লাস্টিকের ত্রিপল ব্যবহার করলে পাটের কালার ভালো থাকে। এরপর ১২ থেকে ১৩ দিন পর এই প্রদর্শনীর পাট কৃষকদের সামনে তুলে আঁশ ছাড়িয়ে দেখানো হবে পাটের গুণগত মান কতটা ভালো হয়েছে।

advertisement

আরও পড়ুন: Murshidabad: বহরমপুরে নারীসংগঠনের উদ্যোগে হস্তশিল্প মেলা  

View More

কৃষকেরা যাতে আগামী দিনে এই পদ্ধতিতে পাট পচানোর দিকে আগ্রহী হয়, সে কারণেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কৃষকদের আধুনিক পদ্ধতিতে পাট পচানো প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ব্লক সহ কৃষি অধিকর্তা রঞ্জিত বর্মন ও কৃষি সম্প্রসারণ আধিকারিক সুবোধ রায় ও পার্থ দাস ব্লক টেকনোলজি ম্যানেজার এছাড়াও কেপিএস পল্লব প্রামাণিক।

advertisement

আরও পড়ুন: Bankura news | Scrub Typhus: বাঁকুড়ায় স্ক্রাব টাইফাসের হানা! করোনা, ডেঙ্গুর থেকেও বেশি আতঙ্কে মানুষ! জানুন

ব্লক সহ কৃষি অধিকর্তা রঞ্জিত বর্মন জানান, \"আধুনিক পদ্ধতিতে কীভাবে পাট পচানো যায়, সে বিষয়ে হাতেকলমে একটি প্রদর্শনী করা হয়েছে। এতে বেশকিছু কৃষক অংশগ্রহণ করেন। খুব কম সময়ে পাটের গুণগত মান বজায় রেখে কৃষকেরা লাভবান হবেন সেই বিষয়ে আলোচনা করা হল এদিন।\" ভবিষ্যৎ দিনে কোচবিহার জেলার কৃষির উন্নতি ঘটাতে এ ধরনের অভিনব উদ্যোগ গ্রহণ করা হোক। এমনটাই দাবি জানিয়েছেন কোচবিহার জেলার কৃষকেরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: আধুনিক পদ্ধতিতে পাট পচানোর প্রদর্শনী বক্সিরহাটে, কৃষি দফতরের উদ্যোগে খুশি চাষীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল