Murshidabad: বহরমপুরে নারীসংগঠনের উদ্যোগে হস্তশিল্প মেলা   

Last Updated:

মহিলাদের আরও স্বর্নিভর করে তোলার লক্ষ্যে বহরমপুরে  তিনদিনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে নারী সংগঠনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের পসরা নিয়ে হাজির এই মেলায়।

+
নিজস্ব

নিজস্ব ছবি ৷

#মুর্শিদাবাদ: মহিলাদের আরও স্বর্নিভর করে তোলার লক্ষ্যে বহরমপুরে তিনদিনের হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে নারী সংগঠনের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের পসরা নিয়ে হাজির ছিলেন এই মেলায়। আসন্ন শারদোৎসবের আগে গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে ও প্রান্তিক শ্রেণীর আর্থিক রোজগারে উদ্যোগী হয়েছে নারী সংগঠন ।
সোমবার থেকে বুধবার পর্যন্ত এই হস্ত শিল্প মেলা চলবে । পাটের কাজ, বিভিন্ন পটশিল্প, বুটিক শাড়ী নিয়ে এসেছেন মহিলা শিল্পীরা । হাতে তৈরি করা বিভিন্ন গয়নাও রয়েছে এই মেলায়। মেলার মধ্যেই রয়েছে রসনা তৃপ্তির আয়োজন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের হাতে তৈরি করা বিভিন্ন মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে । শিল্পীরাও পুজোর আগে এই ধরণের মেলায় আসতে পেরে খুশী ।
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে নিজের হাতের কাজ নিয়ে যাওয়া পূর্ব মেদিনীপুরেরপটশিল্পী সায়রা চিত্রকর জানালেন, এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। নিজের হাতের কাঁথা কাজ নিয়ে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি লন্ডন ও জার্মানিতে গিয়েছেন শিল্পী আফরোজা খাতুন। তিনিও তাঁর ভালো লাগা জানাতে ভুললেন না। জানালেন, নিজে কাজ করার পাশাপাশি আরও ৫০ জন মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News : মাছ ধরার নদীতে হঠাৎ ভাসছে কুমির! আতঙ্ক রায়দিঘীতে!
তবে উদ্যোক্তারা জানালেন, পিছিয়ে পড়া মহিলা বা সিঙ্গেল মা তাঁরা বর্তমানে কেউ আর সমাজে আর পিছিয়ে নয়। তাঁরা এখন এগিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার বৃদ্ধি করে স্বর্নিভর হচ্ছেন।পাশাপাশি দুর্গা পুজোর আগে নারী সংগঠনের উদ্যোগে বহরমপুরে এই মেলার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা। তবে গ্রামীণ পটশিল্পী সায়রা চিত্রকরের পটের গল্প শুনতে ভিড় করছেন বহু সাধারণ মানুষ।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বহরমপুরে নারীসংগঠনের উদ্যোগে হস্তশিল্প মেলা   
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement