Murshidabad News: গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করতে যুবক-যুবতীদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ

Last Updated:

মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক বড়ঞা। বড়ঞা ব্লকের যুবক ও যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বর্নিভর করার লক্ষ্যে এগিয়ে এসেছে অনুদীপ ফাউন্ডেশন ও এপিজে আব্দুল কালাম কম্পিউটার সেন্টার। এই কম্পিউটার সেন্টারের উদ্যোগেই বড়ঞায় কর্ম মেলা

+
বড়ঞার

বড়ঞার ডাকবাংলাতে চলছে কর্ম মেলা

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক বড়ঞা। বড়ঞা ব্লকের যুবক ও যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বর্নিভর করার লক্ষ্যে এগিয়ে এসেছে অনুদীপ ফাউন্ডেশন ও এপিজে আব্দুল কালাম কম্পিউটার সেন্টার। এই কম্পিউটার সেন্টারের উদ্যোগেই বড়ঞার ডাকবাংলায় আয়োজন করা হল কর্ম মেলার। প্রত্যন্ত গ্রামীণ এলাকার ছেলে মেয়েদের দেড় মাসের প্রশিক্ষণ শেষে বিভিন্ন দফতরে প্লেসমেন্টের ব্যাবস্থা করা হল এদিনের কর্ম মেলায়। গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো সুদৃঢ় করতে ছেলে মেয়েদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যাবস্থা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এদিন বড়ঞা, খড়গ্রাম, কান্দি ও ভরতপুর ব্লক এলাকার শতাধিক ছেলে মেয়ে এই কর্ম মেলায় অংশ গ্রহণ করে। কর্ম মেলার মধ্যে দিয়ে মোট ৩০ জনকে কাজের সুযোগ করে দেওয়া হল। প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ পাওয়ায় খুশি যুবক যুবতীরা। কলকাতা, বর্ধমান ও বহরমপুর সহ ভিন রাজ্যেও এই কর্ম মেলার মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
বড়ঞা ব্লকে এই প্রথম কর্ম মেলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে বর্তমান প্রশিক্ষণরতদের জন্য কর্ম মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাঁরা। নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার সহ স্বর্নিভর করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এই প্রথম এই কর্ম মেলার আয়োজন করা হয়। আগামী দিনে ৪৫দিন পরে দ্বিতীয় ব্যাচের কর্ম মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
advertisement
আরও পড়ুন: West Burdwan News : বৃদ্ধের বন্দুকের নিশানায় নিরীহ সারমেয়, সিসিটিভি বন্দি ঘটনা!
নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার বৃদ্ধি একমাত্র লক্ষ্য স্বর্নিভর করার লক্ষ্যে তার জেরেই এই পদক্ষেপ গ্রহণ বলে জানান শিক্ষকরা।
advertisement
গুগুল লোকেসনঃ https://maps.app.goo.gl/wAs5Q7J5xV7MJ3vSA
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করতে যুবক-যুবতীদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement