সকালে চায়ের দোকানগুলিতে কিংবা বাচ্চাদের স্কুলগুলির মধ্যে অন্যান্য দিনের তুলনায় একটা আলাদা ছবি চোখে পড়ছে। সব মিলিয়ে বড় দিনের আগেই জেলা শহর কোচবিহারের পর্যটকদের জন্য আকর্ষণের একটা বিষয় গিয়ে দাঁড়িয়েছে শীতের আমেজ এবং কুয়াশার চাদরে মোড়া কোচবিহার শহর। পাহাড় না হলেও, পাহাড়ের পাদদেশ লাগোয়া জেলা শহর কোচবিহারে রাজ আমলের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
advertisement
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
এছাড়াও রয়েছে রাজ আমলে স্থাপিত বেশ কয়েকটি অতি প্রাচীণ মন্দির। শীতের ঘন কুয়াশার মধ্যে এই সমস্ত স্থান গুলি ঘুরে দেখতে আলাদা একটা মজা উপভোগ করতে পারবেন যেকোন পর্যটক। শীতের এই মরশুমে একদিনের ছোট্ট ছুটিতে কুয়াশার চাদরে মোড়া কোচবিহার জেলায় হালকা মেজাজে বেরিয়ে পড়তে পারবেন যেকোন ইকো পার্ক কিংবা মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে। বনভোজন কিংবা ডে আউট ঠিকানা হিসেবে জেলার যেকোন ঐতিহাসিক স্থান খুঁজে নিতে পারবেন খুব সহজেই। সব মিলিয়ে বড়দিন এবং নিউ ইয়ারের আগেই এই সমস্ত কারণে কোচবিহার জেলার ভিড় জমাচ্ছেন প্রচুর পর্যটক।
আরও পড়ুন: জ্বর-অ্যালার্জি থেকে ক্যানসার, ১২৯টি ওষুধের দাম কমছে জানুয়ারিতে
বাইরে থেকে কোচবিহার শহরের কলেজে পড়াশোনা করতে আসা এক ছাত্র সুদীপ্ত মান্না বলেন, 'সকালের দিকে গোটা কোচবিহার শহর যে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে সেটা দেখতে দারুন লাগে। এছাড়া বড়দিনের আগেই যেভাবে শীত পড়তে শুরু করেছে কোচবিহারে তাতে আগামীদিন গুলিতে শীত আরও জাঁকিয়ে পড়বে বলেই মনে হচ্ছে। যদিও কোচবিহারে শীত বেশ ভালই পড়ে। সকালে নদীর ধরে কিংবা চায়ের দোকানে বসে এই কুয়াশায় মোড়া কোচবিহারের মজা উপভোগ করতে দারুন লাগে।'
সার্থক পণ্ডিত