জ্বর-অ্যালার্জি থেকে ক্যানসার, ১২৯টি ওষুধের দাম কমছে জানুয়ারিতে
- Published by:Raima Chakraborty
Last Updated:
মোট ১২৯টি ওষুধের দাম কমানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার ওষুধের দাম কমানো হল।
#নয়াদিল্লি: আগামী বছরের শুরুতেই খুশির খবর। ফের কমতে চলছে ওষুধের দাম। মঙ্গলবার ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এক ধাক্কায় বহু ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে চলতি বছরে একাধিক বার কমছে ওষুধের দাম। আরও সস্তা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি ওষুধও।
মোট ১২৯টি ওষুধের দাম কমানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার ওষুধের দাম কমানো হল। একদিকে যেমন প্যারাসিটামলের দাম কমেছে, তেমনই মন্টেলুকাস্ট ও মেটমরফিনের মতো একাধিক ওষুধের দাম বাড়ানো হয়েছে। তালিকায় রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে হৃদরোগ-ডায়াবিটিস-ক্যানসার-অ্যালার্জির ওষুধ। তবে নতুন দাম কার্যকর হবে নতুন বছরে।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি সস্তা হওয়া ওষুধের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জ্বরের ওষুধ প্যারাসিটামল থেকে শুরু করে অ্যামক্সিসিলিন, রাবোপ্রাজল, মেটফরমিন-সহ একাধিক ওষুধের নাম রয়েছে। এই সকল ওষুধগুলো নিত্যপ্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। এবারে নির্দেশিকাতে বলা হয়েছে, জ্বর, ক্যানসার, ডায়াবিটিস, হেপাটাইটিস-সহ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কেমোথেরাপি, ম্যালেরিয়াতে ব্যবহৃত ওষুধের দামও কমছে।
advertisement
advertisement
আরও পড়ুন: লাড্ডু খেলেই কমবে গাঁটের ব্যথা! অবাক করা হলেও এটা সত্যি, রইল রেসিপি
তবে কেবল এই সকল নিত্যপ্রয়োজনীয় ওষুধই নয়, মারণরোগ ক্যানসারের ওষুধের দামেও হ্রাস টেনেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ৪০% দাম কমছে ক্যানসারের ওষুধের। এছাড়াও সুগার, জ্বরের ওষুধের দামে ৪০% ছার মিলতে চলেছে। দামি ওষুধের ক্ষেত্রে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের ঘরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 1:35 PM IST