তুফানগঞ্জ মহকুমা থানার অন্তর্গত চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকার নতুন বাজারের বাসিন্দা ছিলেন এই বৃদ্ধা। তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নতুন বাজার এলাকাতেই।
আরও পড়ুন - হাত জোড় করে মায়ের সামনে কাফু, সঙ্গে স্ত্রী , ফুটবল তারকার শ্রদ্ধাবনত রূপ
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "তুফানগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের নতুনবাজার এলাকার এক বাসিন্দা কমলা বসাক নামে ওই বৃদ্ধা কোচবিহার তুফানগঞ্জ রুটের ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটছিলেন। সেইসময় অসমগামী একটি তেলের টিন বোঝাই পিকআপ ভ্যান তাঁকে আচমকাই পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েন বৃদ্ধা। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাটি ঘটার সাথে সাথেই এলাকার মানুষেরা দ্রুত খবর পাঠায় পুলিশের কাছে। খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছোয় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের কর্মীরা।"
তুফানগঞ্জ থানা সূত্রের খবর, "দুর্ঘটনার পর ওই তেলের টিন বোঝাই ঘাতক পিকআপ গাড়িটিকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দ্রুততার সাথে ওই বৃদ্ধ মহিলার মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এই পুরো ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।"
Sarthak Pandit






