TRENDING:

Cooch Behar News: জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন! সাতসকালে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার

Last Updated:

মৃত ওই বৃদ্ধার নাম কমলা বসাক এবং তাঁর বয়স ৬৫ বছর। তুফানগঞ্জ মহকুমা থানার অন্তর্গত চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজারের বাসিন্দা ছিলেন এই বৃদ্ধা। ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটার সময় একটি পিকআপ ভ্যান তাঁকে আচমকাই পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তুফানগঞ্জ: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় মর্মান্তিক ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। এই দুর্ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে রীতিমত শোকের ছায়া নেমে আসে। এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়। মৃতার নাম কমলা বসাক এবং তাঁর বয়স ছিল ৬৫ বছর।
old woman died
old woman died
advertisement

তুফানগঞ্জ মহকুমা থানার অন্তর্গত চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকার নতুন বাজারের বাসিন্দা ছিলেন এই বৃদ্ধা। তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নতুন বাজার এলাকাতেই।

আরও পড়ুন -  হাত জোড় করে মায়ের সামনে কাফু, সঙ্গে স্ত্রী , ফুটবল তারকার শ্রদ্ধাবনত রূপ

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "তুফানগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েতের নতুনবাজার এলাকার এক বাসিন্দা কমলা বসাক নামে ওই বৃদ্ধা কোচবিহার তুফানগঞ্জ রুটের ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে হাঁটছিলেন। সেইসময় অসমগামী একটি তেলের টিন বোঝাই পিকআপ ভ্যান তাঁকে আচমকাই পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েন বৃদ্ধা। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাটি ঘটার সাথে সাথেই এলাকার মানুষেরা দ্রুত খবর পাঠায় পুলিশের কাছে। খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছোয় তুফানগঞ্জ থানার পুলিশ ও দমকলের কর্মীরা।"

advertisement

আরও পড়ুন -   Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, কোথায় কোথায় তুলকালাম, রইল ওয়েদার আপডেট

তুফানগঞ্জ থানা সূত্রের খবর, "দুর্ঘটনার পর ওই তেলের টিন বোঝাই ঘাতক পিকআপ গাড়িটিকে আটক করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দ্রুততার সাথে ওই বৃদ্ধ মহিলার মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। এই পুরো ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে ফুলের স্বর্গ, টেক্কা দিতে পারে ক্ষীরাইয়ের সঙ্গে! শীতের দিনে হোক নতুন গন্তব্য
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: জাতীয় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন! সাতসকালে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল