Hooghly News: হাত জোড় করে মায়ের সামনে কাফু, সঙ্গে স্ত্রী , ফুটবল তারকার শ্রদ্ধাবনত রূপ

Last Updated:

রিষড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলেন সস্ত্রীক প্রাক্তন ব্রাজিলও ক্যাপ্টেন কাফু...

স্ত্রীয়ের সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুরের দেখতে রিষড়ায় কাফু
স্ত্রীয়ের সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুরের দেখতে রিষড়ায় কাফু
#হুগলি: দশমীর দিন রিষড়ার জগদ্ধাত্রী পুজো পেল এক অন্য রকম মাত্রা । স্ত্রী ডিয়াগোকে নিয়ে রিষড়ায় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলেন ব্রাজিলের প্রাক্তন ক্যাপ্টেন কিংবদন্তি ফুটবলার কাফু। রবিবার সকালে রিষড়ার বাঙুর পার্কের পাক সম্মেলনীর ঠাকুর দেখলেন সস্ত্রীক কাফু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি সেই ছবিও। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি।
ভারতের মাটিতে প্রাক্তন ব্রাজিলিও ক্যাপ্টেন একদম ভারতীয় সংস্কৃতিতে। সাদা শাড়িতে স্ত্রী ডিয়াগো জিন্স ও টি-শার্টে কাফু। দেবী জগদ্ধাত্রী সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানালেন। রবিবার সকালে একদম অন্যরকম ছবি ধরা পরল হুগলির রিষড়ায়। দিয়াগো এবং কাফুর সোশ্যাল মিডিয়ায় ছবিতে নেটিজেনরা কমেন্ট করছেন ‘‘রব নে বানাদি জোড়ি’’। এদিন রিষড়ায় প্রিয় কিংবদন্তি ফুটবলার কে দেখতে ভিড় ও ছিল মানুষের।
advertisement
advertisement
রবিবার সকালে প্রথমে বাঙ্গুর পার্কের একটি ফুটবল গ্রাউন্ডে কচিকাচাদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় তাকে। সেখান থেকে বেরিয়ে স্ত্রী এর সঙ্গে রিষড়ার বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসেন কাফু। রবিবার সকালে কুচে কাচাদের সঙ্গে ফুটবল পায়ে খেলতে দেখা যাবে তাকে। ক্যান্সার জয় করে রিষড়ার এক বাসিন্দা কে অভিবাদনও জানান তিনি।
advertisement
শুধু তাই নয় এই দিন প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার জানান কলকাতায় আসার পর থেকে তার অভিজ্ঞতার কথাও। তিনি বলেন, ভারতের মানুষদের ফুটবলের প্রতি প্রেম ও ব্রাজিল দলের প্রতি তাদের ভালোবাসা তাকে আপ্লুত করেছে। একই সঙ্গে তিনি জানান তিনি ভারতীয় ফুটবল দলকে নিয়ে কতটা আশাবাদী। তিনি আশাবাদী খুব শিগগিরই ভারতীয় ফুটবল দল ব্রাজিলের সঙ্গে ফুটবল বিশ্বকাপ খেলবে।
advertisement
Rahi Halder
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হাত জোড় করে মায়ের সামনে কাফু, সঙ্গে স্ত্রী , ফুটবল তারকার শ্রদ্ধাবনত রূপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement