TRENDING:

Cooch Behar News: উন্নয়নের কাজের নিরিখে কত নম্বর পেল নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত? জানুন

Last Updated:

Cooch Behar News: বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে পাঁচ বছরে গোটা এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নের কাজকর্ম হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিশিগঞ্জ: বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে কেটে গিয়েছে পাঁচটা বছর। এই পাঁচ বছরে গোটা এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়নের কাজকর্ম হয়েছে। আবার বেশকিছু উন্নয়নের কাজ অধরাই রয়ে গিয়েছে। গোটা এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আর এই উন্নয়নের কাজের বিচারে কি অবস্থায় রয়েছে নিশিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের মানুষদের কাছে। উন্নয়নের কাজের বিষয়ে স্থানীয় মানুষেরা যা জানালেন। তার রীতিমতো অবাক করবে সকলকে। বিগত পাঁচ বছরে উন্নয়নের কাজের বিচারে মাঝারি অবস্থানে রয়েছে এই এলাকা।
advertisement

এলাকার অধিকাংশ বাসিন্দাদের মতামত গোটা এলাকায় বেশ কিছু উন্নয়নের কাজ করা হয়েছে। যেমন নতুন রাস্তা তৈরি করা হয়েছে। পানীয় জলের সমস্যা সমাধানে জলের রিজার্ভার তৈরি করা হয়েছে। এছাড়াও সন্ধের পর রাস্তার অন্ধকার দূর করতে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ পরিচালিত পথ বাতি। তবে উন্নয়নের কাজ হলেও বেশকিছু উন্নয়নের কাজ অধরাই রয়ে গিয়েছে এই গোটা এলাকায়। এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষদের একাংশ। বিস্তীর্ণ এই এলাকা নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে বড় একটি বাজার। এই বাজারের সারাদিন প্রচুর মানুষ ভিড় জমান। তাই এই বাজারের উন্নয়নের বিষয়েও বেশ অনেকটাই নজর দিয়েছে পঞ্চায়েত। বাজারের পরিস্থিতি বর্তমান সময়ে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে।

advertisement

আরও পড়ুন: মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন অশোকনগরে

এলাকার এক স্থানীয় বাসিন্দা রতন বিশ্বাস জানান, "দীর্ঘ পাঁচ বছরে উন্নয়নের কাজ বেশ অনেকটাই হয়েছে। জল, রাস্তা, পথের বাতি এই সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে। আশা করা যায় সেগুলিও সমাধান করা হবে।" এছাড়া এলাকার দুই প্রবীণ বাসিন্দা হরিশ দাস এবং অমূল্য সরকার জানান, "এলাকার পঞ্চায়েত বেশ কিছু কাজ করেছে। তবে অনেক কাজ বাকি আছে। সেগুলির দিকে পঞ্চায়েতের দ্রুত নজর দেওয়া উচিত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে বাকি থাকা কাজ শেষ করলে ভালো হয়। তাহলে সাধারণ মানুষের মন আরোও বেশি জয় করতে পারবে এই পঞ্চায়েত।" তবে এলাকার আরোও বেশ কিছু জায়গায় নিকাশি নালার কাজ চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে আরোও উন্নয়ন হবে এই এলাকার এমনটাই মনে হচ্ছে এলাকার মানুষদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: উন্নয়নের কাজের নিরিখে কত নম্বর পেল নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল