North 24 Parganas News: মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন অশোকনগরে
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News:টুর্নামেন্টের শুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয়।
উত্তর ২৪ পরগনা: চলছে আইপিএলের মরশুম, তাই শিশু মনের বিকাশ ঘটাতে পাশাপাশি মোবাইল গেমে আসক্তি কমাতে, শৈশবকে মাঠমুখী করার উদ্যোগ নিয়ে অশোকনগর রানা বয়েজ ক্লাব ময়দানে অরিন্দম ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজন করা হল ক্রিকেট প্রতিযোগিতার।
অশোকনগর রানা বয়েজ ক্লাব তাদের নিজস্ব ময়দানে নিয়মিত খেলাধুলা চর্চার পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তাই শিশুদের মাঠ মুখি করে উৎসাহ দেওয়ার জন্য, মোবাইল গেমে আসক্তি কমাতেঅরিন্দম ভট্টাচার্য স্মৃতি চ্যাম্পিয়ন ও অরুনাভ সরকার স্মৃতি রানার্স ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেনআট দলীয় লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের শুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। আট দলীয় এই টুর্নামেন্ট দুটি বিভাগে ভাগ করে লিগ কাম নকআউট পর্যায়ের খেলা চলবে বলেই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।
advertisement
advertisement
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বিশ্বনাথ ক্রিকেট কোচিং সেন্টার পলতা বনাম অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ মাধ্যমিক একাদশের খেলোয়াররা। খেলায় বিদ্যাসাগর বাণী ভবন চার উইকেটে জয় ছিনিয়ে নেয়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তিয়াস দাস। তিনি হ্যাটট্রিক সহ ছয় উইকেট সংগ্রহ করেন নিজের ঝুলিতে। এই টুর্নামেন্টে লীগ পর্যায়ের খেলা শেষে দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং তারপরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শিশুদের মাঠ মুখি করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাবরা অশোকনগরের ক্রীড়াপ্রেমী মহল।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মোবাইল গেম ছেড়ে শিশুদের মাঠমুখি করতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন অশোকনগরে