Siliguri News: ৮ কোটি টাকার সোনা! ইন্দো-মায়ানমার সীমান্তে যা হল ভাবতেও পারবেন না!

Last Updated:

Siliguri News: ৮ কোটি টাকার সোনা নিয়ে এসব কী চলছিলো? জানলে চমকে যাবেন!

ডি আর আই এর হাতে ধরা দিল সোনা পাচারকারী মিজোরামের দুই বাসিন্দা
ডি আর আই এর হাতে ধরা দিল সোনা পাচারকারী মিজোরামের দুই বাসিন্দা
শিলিগুড়ি : ফের একবার সাফল্য পেল শিলিগুড়ি ডিআরআই। পাচারের আগেই প্রায় ১৪২৮১.৫০০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করল ডিআরআই। ঘটনায় ভিন রাজ্যের দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মার্ক চিঙ্গাসাইয়ানপ্পাউয়া এবং লিয়ানংইহলুনি। দু'জনেই মিজোরামের বাসিন্দা। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, ধৃত দুই মিজোরামের বাসিন্দা চোরাপথে মায়ানমার থেকে কলকাতার পথে নিয়ে যাচ্ছিল বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ সোনা। ডিআরআই সূত্রে খবর, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে ওই বিপুল পরিমাণ সোনা এদেশে নিয়ে আসা হয়। এরপর তা হাত বদল হয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল। সেক্ষেত্রে পুলিশ এবং গোয়েন্দাদের নজর এড়াতে নয়া পন্থাও অবলম্বন করা হয়েছিল। জানা গিয়েছে, একটি ছোট চারচাকা গাড়ির চেসিসের নীচে বিশেষ চেম্বার করে তাতে লুকিয়ে সোনা পাচারের ছক কষেছিল। যদিও শেষ অবধি তা বানচাল হল।
advertisement
advertisement
গোপন সূত্রের খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি ফাটাপুকুর জলপাইগুড়ি জাতীয় সড়কে অভিযান চালিয়ে নির্দিষ্ট নম্বরের গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৩ পিস সোনা। যেগুলি পাইপ আকৃতিতে রাখা হয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার ৮টাকা।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ৮ কোটি টাকার সোনা! ইন্দো-মায়ানমার সীমান্তে যা হল ভাবতেও পারবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement