Nadia News: জলের দরে বিক্রি হচ্ছে জামা-কাপড় থেকে শুরু করে সব কিছু! এই বাজারের খোঁজ জানেন তো!

Last Updated:

Nadia News: কী নেই এই বাজারে? যা চাইবেন তাই পাবেন! জলের দরে বিকোচ্ছে জিনিস!

+
চৈত্র

চৈত্র সেলে জামা কাপড় কেনার ভিড়

মাজদিয়া: সেল কথাটা মাথায় এলেই সকলেরই মন নেচে ওঠে। তার কারণ কম টাকায় একাধিক জিনিসপত্র কেনার সুযোগ থাকে সেলের মধ্যে। সেই কারণেই চৈত্র মাস পড়তেই লেগে গিয়েছে বিভিন্ন দোকানে চরিত্র সেলের হিড়িক। বিভিন্ন দোকানে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। চৈত্র সেলের থাকছে বড় বড় করে পোস্টার। কোন দোকানে কত শতাংশ ছাড় তার প্রতিযোগিতা লেগে গিয়েছি ইতিমধ্যেই। তবে কালের কালান্তরে এবং অনলাইনের যুগে চৈত্র সেল কিছুটা হলেও ভাটা পড়ে যাচ্ছে এন্ড অফ সিজন সেলের কাছে। তবুও অনলাইন বাজারের কাছে টিকে থাকতে মরিয়া চেষ্টা করছে মার্কেটের সমস্ত ছোট বড় মাঝারি দোকানগুলি। এবং সেই কারণেই চৈত্র মাস পড়তেই তারা লেগে গিয়েছে চৈত্র সেল এর বিভিন্ন আকর্ষণীয় ছাড় দেওয়ার জন্য।
ঠিক তেমনই নিদর্শন দেখা গেল নদিয়ার মাজদিয়ায়। মাজদিয়ার প্রায় সমস্ত জামাকাপড়ের দোকানে লেগে গিয়েছে চৈত্র সেল এর উৎসব। আগেকার দিনে চৈত্র সেলের নিয়ম ছিল অন্যরকম। সারা বছর দোকানদারেরা জামা কাপড় বিক্রি করার পরে বেশ কিছু জামাকাপড় যেগুলি কিছুটা পুরনো কিংবা প্রযুক্তিগত গন্ডগোল থাকতো সেই জামা কাপড় গুলিকে নতুন বছরে নতুন বছর দোকানে তোলার আগে বছরের শেষে অর্থাৎ চৈত্র মাসে কম টাকায় বিক্রি করে দিত। তাকেই সাধারণত বলা হত চৈত্র সেল।
advertisement
advertisement
তবে এখন সেলের নিয়ম গেছে বদলে। মাজদিয়ার এক দোকানদার জানাচ্ছেন "যেহেতু সারা বছর এই সমস্ত খরিদ্দার এরা আমাদের দোকান থেকে জিনিসপত্র কেনেন। সেই কারণেই চৈত্র মাসের শেষে খরিদ্দারের মন রাখার জন্যেই উন্নত মানের ভালো জামা কাপড়গুলিকেই কিছুটা ছাড় দিয়ে কম দামে তাদের কাছে আমরা বিক্রি করি। যাতে তারা নতুন বছরেও পুনরায় আমাদের দোকান থেকেই কেনাকাটা করেন।" সুতরাং বলা যেতে পারে সামার সেল হোক কিংবা উইন্টার সেল বাঙালির চৈত্র সেল আজও রমরমিয়ে চলছে প্রতিটা বাজারে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জলের দরে বিক্রি হচ্ছে জামা-কাপড় থেকে শুরু করে সব কিছু! এই বাজারের খোঁজ জানেন তো!
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement