South 24 Parganas News : পানীয় জলের কল থেকে কী বেরোচ্ছে? জানলে শিউরে উঠবেন

Last Updated:

South 24 Parganas News : জলের সঙ্গে এসব কী বেরোচ্ছে? ভয়াবহ

খাবার জলে কেঁচো
খাবার জলে কেঁচো
কাকদ্বীপ: ডায়মন্ডহারবারের পর এবার সাগর ব্লকের সাগরের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দু’‌টি গ্রামের পাইপ লাইনের জলে মিলল কেঁচো। মাঝে সময়ের ব্যবধান মাত্র দেড় মাস। এরমধ্যে পানীয় জলে আবার কেঁচো মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।দু’‌দিন ধরে সাগরে শীলপাড়া ও হেন্দলকেটকী গ্রামের পাইপ লাইনের জলের সঙ্গে জীবন্ত কেঁচো বের হওয়ার মত ঘটনা ঘটছে। পানীয় জলে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। এমনিতেই সাগরে গরমের সময় জলের স্তর নেমে যাওয়ায় জলের সংকট দেখা দেয়।
তারউপর টিউবওয়েলগুলিও অনেকটাই দূরে অবস্থিত। ফলে জনস্বাস্থ্য কারিগরী দফতরেরে দেওয়া পাইপ লাইনের জলই ভরসা এলাকার বাসিন্দাদের। সেই জলে কেঁচো মেলায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা এব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন। স্থানীয় কচুবেড়িয়া জলপ্রকল্পের অধীন এই পাইপলাইন অবস্থিত। সাগরের বামনখালি থেকে পাম্প হাউসের মাধ্যমে দিনে সকাল ও বিকেলে এই জল সরবরাহ করা হয়।
advertisement
আরও পড়ুন: পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, নেশায় গাছ! জানলে অবাক হবেন
advertisement
এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু জানা। তিনি জনস্বাস্থ্য কারিগরী দফতরের নজরে বিষয়টি আনবেন বলে জানিয়েছেন। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের কাকদ্বীপ মহকুমার অ্যাসিন্টেট ইঞ্জিনিয়ার অরুণ হালদার জানান,এটি ভুর্গভস্থ জল।এরকম হওয়ার কথা নয়। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পানীয় জলের কল থেকে কী বেরোচ্ছে? জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement