এলাকার এক স্থানীয় নাগরিক বিশু রায় বলেন, "এই এলাকায় এ ধরনের ঘটনা আগে ঘটেনি। তবে ওই জায়গাটিতে আগে বহুবার দুর্ঘটনা হয়েছে বিভিন্ন গাড়ির। তবে প্রথম এই এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ পাওয়া গেল সেটার আবার সেতুর নিচের একটি ছোট গাছে। ঘটনাটি সত্যি আশ্চর্যজনক। "কোচবিহারের নিউ কুচবিহার রেলস্টেশন সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে মরা তোর্সা নদী। এবং এই নদী পারাপার করার জন্য রয়েছে একটি সেতু। এদিন দুপুর আনুমানিক প্রায় ২টা নাগাদ এই সেতুর নিচ থেকে উদ্ধার করা হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। আচমকাই এই সেতুর নিচ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।
advertisement
আরও পড়ুন: রায়নায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মা মেয়ের, কী ভাবে ঘটল এমন ঘটনা?
এলাকার আরেক স্থানীয় বাসিন্দা গোপাল সেন বলেন, "আচমকা দুপুরে এই এলাকায় একটি ঝুলন্ত দেহ উদ্ধারের খবর শুনতে পাই। আমি এলাকাতেই ছোট ব্যবসা করি। দোকান বন্ধ করে দ্রুত এখানে এসেছি বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে। তবে যেভাবে দেহটিকে উদ্ধার করা হয়েছে। তাতে মনে হচ্ছে না সে আত্মহত্যা করেছে। মনে হচ্ছে তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।" তবে আচমকাই কোচবিহারের প্রায় জনবহুল এলাকা থেকে একটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কেন্দ্র করে গোটা কোচবিহার জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই বিষয় নিয়ে পুন্ডিবাড়ি থানার সূত্রে জানানো হয়, "প্রাথমিকভাবে মৃতদেহটি উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এছাড়া এ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।"
সার্থক পণ্ডিত