ক্রেতারা জানিয়েছেন, "দোকানে সামগ্রী কেনার পর এক, দু’টাকার হিসেব দাঁড়ালেই সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিশেষ করে পাঁচ টাকার কয়েন দিয়ে চকলেট বা অন্যকিছু নিয়ে হিসেব মেলাতে হচ্ছে। কারও পকেটে এক, দু’টাকা সেটা নিয়ে দোকান থেকে কিছু কেনার সুযোগ নেই।" এই খুচরো পয়সা বিভ্রাটের বিষয়ে ব্যবসায়ীরা জানান, "খুচরো পয়সা জমলে তা বেশিরভাগ সময় মহাজনরা নিতে বিরক্তি প্রকাশ করছেন। অনেক মহাজন তো রাজি হচ্ছেন না খুচরো পয়সা নিতে। বাধ্য হয়েই তখন ব্যবসায়ীদের ব্যাঙ্কে যেতে হচ্ছে। সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। তাই খুচরো পয়সা নিতে অস্বীকার করছেন ব্যবসায়ীদের একাংশ।"
advertisement
আরও পড়ুন: নির্বাচনের আগেই শুরু বোমাবাজি! গভীর রাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একের পর এক বোমা হামলা!
তবে এই পরিস্থিতিতে দাড়িয়ে রীতিমত বিপাকে পড়েছেন ক্রেতারা। দীর্ঘ এই সমস্যার অবসান কবে হবে সেই বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। এই সমস্যার বিষয় নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন বাসিন্দারা। কয়েন নিয়ে দ্রুত সমস্যার সমাধান চাইছেন সীমান্তের বাসিন্দারা। তবে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই বিষয় নিয়ে। স্থানীয় প্রশাসনিক মহলে যদিও এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে তবে কত দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা সম্ভব হয় এখন সেটাই দেখার বিষয়। তবে বিষয়টি নিয়ে প্রসাশনিক স্তরের কেউ মন্তব্য করতে চায়নি।
Sarthak Pandit