দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ এলাকার কিসামত দশগ্রাম পঞ্চায়েতের হোকদহ রেলগেট সংলগ্ন স্থান থেকে উদ্ধার হয়েছে বোমাটি। এদিন সকাল দশটা নাগাদ এলাকার মানুষ রেল গেটের কাছে ওই বোমাটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ।
আরও পড়ুন: রাজ্যজুড়ে প্রচুর আসনে ফের পঞ্চায়েত ভোট! ফলপ্রকাশের পরেই বড় ঘোষণা নির্বাচন কমিশনের
advertisement
পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা বোমাটি পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। তবে কে বা কারা বোমাটি ওই জায়গায় রেখেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর সঙ্গে পঞ্চায়েত ভোটের কোনও সম্পর্ক আছে কিনা তাও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের গণনা মিটে যাওয়ার পর বুধবার এই দিনহাটারই এক গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছিল তাজা বোমা। বারবার এখানে রাস্তায় বোমা পড়ে থাকার ঘটনায় চিন্তিত এলাকার মানুষ।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত






