আরও পড়ুন: টোটোর ধাক্কায় সংজ্ঞাহীন মহিলার পরিবারকে খুঁজে দিল সোশ্যাল মিডিয়া
মাথাভাঙার পচাগড় পঞ্চায়েতের ফকিরের কুঠির এলাকার ২৭১ নাম্বার বুথের সিপিএম প্রার্থী কাউসার আলম মিঁয়ার বাড়ির সামনে থেকে এই বোমা উদ্ধার হয়েছে। বুধবার সকালে বোমা দুটি পড়ে থাকার খবরে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা বোমা উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনায় ওই বুথের তৃণমূল প্রার্থী বিক্রম দত্তের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম প্রার্থী।
advertisement
কাউসার আলম মিঁয়ার দাবি, তৃণমূল প্রার্থী বিক্রম দত্ত কয়েকদিন আগে তাঁর বাড়িতে এসে হুমকি দিয়েছিলেন। কিন্তু সেই হুমকির সামনে তিনি মাথানত না করায় তাঁর বাড়িতে হামলা করা হয় বলে ওই তৃণমূল প্রার্থীর অভিযোগ। বরাত জোরে রক্ষা পান তিনি। এদিকে তৃণমূল প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুললেও ওই সিপিএম প্রার্থী থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানিয়েছে পুলিশ। যদিও তারা ওই গ্রামের নিরাপত্তা বাড়িয়েছে।
কোচবিহার খবর (Cooch Behar News)
সার্থক পণ্ডিত