এদিন স্থানীয়রা কোচবিহারের এক সাপ উদ্ধারকারী দলকে খবর দেয়। তাঁরা খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,”সাপটিকে বেশ কিছুদিন ধরে এলাকার বেশ কিছু মানুষ দেখেছিলেন। এবং সাপটির কারণে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাপটি ওই এলাকার রেল লাইনের পাশে থাকা কিছু হিউম পাইপের মধ্যে নিজের আস্তানা করেছিল। তবে এদিন স্থানীয় এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় আচমকাই রাস্তার পাশে এই সাপটিকে দেখতে পারেন। তবে তাই এই সাপটিকে দেখা মাত্রই সেই ব্যক্তি অন্যান্যদের সেখানে জড়ো এরপ সাপ উদ্ধারকারী দলকে খবর পাঠানো হয়। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
আরও পড়ুনঃ Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আতঙ্কে সুন্দরবন, চলছে মোকা মোকাবিলার প্রস্তুতি
সাপ উদ্ধারকারী দলের এক সদস্য অর্ধেন্দু বণিক জানান,”এই সাপটিকে দেখে এলাকার মানুষেরা রীতিমত আতঙ্কে ছিলেন। বেশ কিছুদিন ধরেই সাপটি এলাকায় ঘোরাফেরা করছিল এবং আস্তানা করেছিল। তবে এলাকার মানুষরা এদিন সাপটিকে দেখে খবর দেওয়ার পর সাপটিকে উদ্বার করে নিয়ে আসা হয়েছে।” বন দফতরের সূত্রে জানতে পারা গিয়েছে, “উদ্ধার হওয়া বার্মিজ পাইথন সাপটি সর্প উদ্ধারকারীরা বন দফতরের হতে তুলে দিয়েছে। সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার হবে আগে। তারপর সাপটিকে লোকালয়ের থেকে দূরে কোন জঙ্গলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।”
Sarthak Pandit