TRENDING:

Bangla News: হঠাৎ শব্দ, এ কী কাণ্ড দিনহাটায়! যা ঘটল, ভাবতে পারবেন না

Last Updated:

Bangla News: দিনহাটা মহকুমায় আবারও চলল গুলি! আক্রান্ত এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: আবার খবরের শিরোনামে উঠে এল দিনহাটা মহকুমার গিতালদহ এলাকা। আবারও চলল গুলি। গুলি চলার ঘটনায় ফের উত্তেজনা ছড়াল দিনহাটা মহকুমায়। মঙ্গলবার গভীর রাতে দিনহাটা মহকুমার গিতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় গুলি লেগে আক্রান্ত এক তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত ব্যক্তির নাম সাহানুর হক। তিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের পদপ্রার্থী বিজলী খাতুনের ভাই। মঙ্গলবার গভীর রাতে দলীর কাজ সেরে বাড়ি যাওয়ার সময় তাঁর উপরে অতর্কিত ভাবে হামলা চালায় একদল দুস্কৃতি। তারপর চলে গুলি। সেই গুলি সাহানুরের পেটে লেগে সে গুরুতর জখম হয়।
দিনহাটায় আবারও গুলি
দিনহাটায় আবারও গুলি
advertisement

স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই একাধিকবার গুলি চলার ঘটনা ঘটেছে এই এলাকায়। আবারোও গতকাল গভীর রাতে এক তৃণমূল কর্মী সমর্থকের ওপর গুলি চলে। ঘটনায় গুরুতর জখম হয়েছে সাহানুর হক। তিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের পদপ্রার্থীর ভাই। সেই গুলি এখনো তার পেটের মধ্যেই রয়েছে। তাই তাঁকে প্রাথমিক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানের কর্তব্যরত চিকিৎসকাকে কোচবিহারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাঁকে বর্তমানে কোচবিহারের পিকে সাহা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। দ্রুত অস্ত্র প্রচার প্রয়োজন তাঁর।”

advertisement

আরও পড়ুন: হঠাৎ এলেন না অনুষ্ঠানে, বাদ গেল পদের নাম! সায়নী ঘোষকে ঘিরে জল্পনা তুঙ্গে

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটার রাজনৈতিক পরিস্থিতি। এই গুলি চলার বিষয়ে পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, “মঙ্গলবার গভীর রাতে আচমকায় গুলি চলার ঘটনা খবর আসে দিনহাটা থানার পুলিশের কাছে। গিদালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এলাকায়।

advertisement

আরও পড়ুন: রাজ্যপালের পক্ষেই গেল রায়! উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ‘অস্বস্তি’তে রাজ্য! কী বলল হাইকোর্ট?

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে প্রাথমিক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তাকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

—– Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Bangla News: হঠাৎ শব্দ, এ কী কাণ্ড দিনহাটায়! যা ঘটল, ভাবতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল