Saayoni Ghosh: হঠাৎ এলেন না অনুষ্ঠানে, বাদ গেল পদের নাম! সায়নী ঘোষকে ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

Saayoni Ghosh: আজই ইডি তাঁকে তলব করেছে নিয়োগ দুর্নীতির মামলায়। বিগত বেশ কয়েক বছর এই পুজোয় উপস্থিত থাকলেও অজানা কারণে এবছর অনুপস্থিত সায়নী।

সায়নীকে ঘিরে গুঞ্জন তুঙ্গে
সায়নীকে ঘিরে গুঞ্জন তুঙ্গে
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারেই ইডির তরফে নোটিস পেয়েছেন সায়নী। এরই মধ্যে আজ ছিল বেলেঘাটা ৩৩ পল্লীর খুঁটি পুজো। এ বছর ২৩ তম পুজো। শৈলার্তি এ বছরের থিম। থিমের শিল্পী সুশান্ত বন্দোপাধ্যায়। উল্টো রথের দিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও বেশ কিছু অভিনেত্রী। কলকাতা পুরসভার পুরপিতা সন্দীপ রঞ্জন বক্সি সহ বেশ কয়েকজন পুরপিতা।
কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সায়নী ঘোষের ওই অনুষ্ঠানে আসার কথা থাকলেও, তিনি আসেননি। অনুষ্ঠানের ব্যানারে রাজ্য যুব সম্পাদক বলে উল্লেখ ছিল তাঁর নাম! খুঁটি পুজো চলাকালীন পুজো উদ্যোক্তারা তাঁর নামের নীচে থাকা পদ বাদ দেন ব্যানার থেকে। পুজো উদ্যোক্তা সুশান্ত সাহার বক্তব্য, সায়নী ঘোষের পদ ভুল প্রিন্ট হয়েছিল বলেই ব্যানার থেকে সরানো হয়েছে তাঁর পদের নাম।
advertisement
advertisement
উল্লেখ্য, আজই ইডি তাঁকে তলব করেছে নিয়োগ দুর্নীতির মামলায়। বিগত বেশ কয়েক বছর এই পুজোয় উপস্থিত থাকলেও অজানা কারণে এবছর অনুপস্থিত সায়নী।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে সায়নীর। আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। এবার তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কুন্তলের সঙ্গে ছবি প্রসঙ্গে এর আগে অবশ্য় সায়নী জানিয়েছেন , “অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: হঠাৎ এলেন না অনুষ্ঠানে, বাদ গেল পদের নাম! সায়নী ঘোষকে ঘিরে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement