Pakistan Cricket Team: ভারতে খেলা কি নিরাপদ? বিশ্বকাপের ভেন্যুগুলি খতিয়ে দেখতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
Pakistan Matches in ICC World Cup 2023: বিশ্বকাপে আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো কেন্দ্রগুলিতে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখবে পাক প্রতিনিধি দল।
কলকাতা: ভারতে খেলা কি নিরাপদ? বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই ভেন্যুগুলি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে পাকিস্তান। পিসিবি সূত্রে খবর, পাকিস্তানের ম্যাচ কেন্দ্রগুলি দেখার জন্য পাক প্রতিনিধিদল এসে পৌঁছবে এই দেশে। অগাস্টের শেষের দিকে পাক প্রতিনিধি দল আসবে ভারতে। বিশ্বকাপে আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো কেন্দ্রগুলিতে ম্যাচ পড়েছে পাকিস্তানের। সেই সব কেন্দ্রগুলি খতিয়ে দেখবে ওই পাক প্রতিনিধি দল। ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে।
মঙ্গলবারই ঘোষিত হয়ে গেল এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। যে ম্যাচ নিয়ে সবার সব থেকে বেশি আগ্রহ, সেই ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণও অবশেষে জানা গিয়েছে ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর এই ম্যাচের দায়িত্ব পেয়েছে আহমেদাবাদ। এ বছর ৫ অক্টোবর থেকে শুরু ৫০ ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স টিম ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ খেলা হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে।
advertisement
advertisement
Proud moment for India! Hosting the ICC Men’s Cricket World Cup for the fourth time is an incredible honor. With 12 cities as the backdrop, we’ll showcase our rich diversity and world-class cricketing infrastructure. Get ready for an unforgettable tournament! #CWC2023 @ICC @BCCI pic.twitter.com/76VFuuvpcK
— Jay Shah (@JayShah) June 27, 2023
advertisement
বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা হল টুর্নামেন্টের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 8:30 AM IST