Sayani Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির, শুক্রবার হাজিরার নোটিস
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
মঙ্গলবার তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারেই ইডির তরফে নোটিস পেয়েছেন সায়নী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির সূত্র ধরে নাম এসেছে সায়নীর। আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। সূত্রের খবর, কুন্তলকে জেরার পর সায়নীর নাম আগেই জানতে পেরেছিলেন গোয়েন্দারা। এবার তাঁকে সেই সংক্রান্ত প্রশ্নই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কুন্তলের সঙ্গে ছবি প্রসঙ্গে এর আগে অবশ্য় সায়নী জানিয়েছেন , “অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”
advertisement
advertisement
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ চলে। সেখানে উঠে আসে, গাড়ি কেনার জন্য বনিকে টাকা দেন কুন্তল। ২০১৭ সালে গাড়ি কেনার জন্য টাকা নেন বনি। বনির দাবি, পারিশ্রমিক বাবদ ওই গাড়ির টাকা নেন তিনি। ডিসেম্বর ২০২১ গাড়িটি বিক্রি করে দেন অভিনেতা। ২০১৮ সালে বনি এই গাড়ি কেনার সময়, তার দাম ছিল ৫৬ লক্ষ টাকা। পরে কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দেন অভিনেতা বনি সেনগুপ্ত।
advertisement
এদিকে কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে এবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন প্রেসিডেন্সি সংশোধনাগার হাসপাতালের চিকিৎসক। সোমবার তাঁকে তলব করেছিল সিবিআই৷ সিবিআই সূত্রের খবর, এদিন সকাল ১১ টার মধ্যে হাজিরা দেন চিকিৎসক পি কে ঘোষ। এর আগে প্রেসিডেন্সি জেল সুপারকেও এ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 8:52 AM IST