আরও পড়ুন: মৃৎশিল্পীদের হাড়ভাঙা খাটুনির দিন শেষ, মেশিন মেখে দিচ্ছে মাটি!
কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় জানান, সমগ্র উত্তরবঙ্গের লোকসংস্কৃতির পুরোনো কৃষ্টি ধরে রাখতে এই মিউজিয়াম তৈরি করেছে বানেশ্বর সারথীবালা কলেজ। এর ফলে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির চর্চা আরও ভালোভাবে করা যাবে বলে তিনি দাবি করেন। কলেজের এডুকেশনের অধ্যাপক মিঠুন ঘোষ জানান, পুরনো দিনের সমস্ত সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস যেমন মই, কুর্শি, বেদা, হাতছিনী, লাঙল, পেন্টি, হোচা, খলাই, টেপাই, ছেচলা, সারিন্দা, দোতারা এই মিউজিয়ামে রাখা হয়েছে।
advertisement
কলেজের আরেক অধ্যাপক দেবাশিস অধিকারী জানান, এই সংগ্রহশালার মাধ্যমে উত্তরবঙ্গের লোকসংস্কৃতি এবং বিভিন্ন ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যার মাধ্যমে তাঁরা আরও অনেক বেশি জানতে পারবেন উত্তরবঙ্গের লোকসংস্কৃতি সম্পর্কে। কলেজের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এই কলেজের মিউজিয়াম খোলা রয়েছে। আগ্রহী মানুষেরা চাইলে এখানে এসে এই সমস্ত বিষয় দেখতে ও জানতে পারবেন।
সার্থক পণ্ডিত





