TRENDING:

Coochbehar News: লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করল কলেজ! অভিনব ভাবনায় খুশি সকলে

Last Updated:

লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করে তাক লাগিয়ে দিল কোচবিহারের এই সরকারি কলেজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বানেশ্বর সারথীবালা কলেজের উদ্যোগে তৈরি হল লোকসংস্কৃতি মিউজিয়াম। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই মিউজিয়ামটি। কৃষিকেন্দ্রিক সংস্কৃতি, মৎস্যকেন্দ্রিক সংস্কৃতি, লোকসঙ্গীত সহ পুরোনো দিনের ব্যবহার করা বিভিন্ন জিনিস স্থান পেয়েছে এই সংগ্রহশালায়। উত্তরবঙ্গের কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংগ্রহশালা কলেজের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সংস্কৃতি প্রেমী সকল মানুষের জন্য খোলা হয়েছে। যে কেউ এই সংগ্রহশালায় এসে এই সমস্ত জিনিস সম্পর্কে জানতে পারবেন।
advertisement

আরও পড়ুন: মৃৎশিল্পীদের হাড়ভাঙা খাটুনির দিন শেষ, মেশিন মেখে দিচ্ছে মাটি!

কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় জানান, সমগ্র উত্তরবঙ্গের লোকসংস্কৃতির পুরোনো কৃষ্টি ধরে রাখতে এই মিউজিয়াম তৈরি করেছে বানেশ্বর সারথীবালা কলেজ। এর ফলে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির চর্চা আরও ভালোভাবে করা যাবে বলে তিনি দাবি করেন। কলেজের এডুকেশনের অধ্যাপক মিঠুন ঘোষ জানান, পুরনো দিনের সমস্ত সাংস্কৃতিক ও ঐতিহাসিক জিনিস যেমন মই, কুর্শি, বেদা, হাতছিনী, লাঙল, পেন্টি, হোচা, খলাই, টেপাই, ছেচলা, সারিন্দা, দোতারা এই মিউজিয়ামে রাখা হয়েছে।

advertisement

কলেজের আরেক অধ্যাপক দেবাশিস অধিকারী জানান, এই সংগ্রহশালার মাধ্যমে উত্তরবঙ্গের লোকসংস্কৃতি এবং বিভিন্ন ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যার মাধ্যমে তাঁরা আরও অনেক বেশি জানতে পারবেন উত্তরবঙ্গের লোকসংস্কৃতি সম্পর্কে। কলেজের পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এই কলেজের মিউজিয়াম খোলা রয়েছে। আগ্রহী মানুষেরা চাইলে এখানে এসে এই সমস্ত বিষয় দেখতে ও জানতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করল কলেজ! অভিনব ভাবনায় খুশি সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল