Uttar Dinajpur News: মৃৎশিল্পীদের হাড়ভাঙা খাটুনির দিন শেষ, মেশিন মেখে দিচ্ছে মাটি!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের পরিশ্রম অনেকটাই কমিয়ে দিয়েছে মাটিমাখা মেশিন
উত্তর দিনাজপুর: বাঙালির উৎসবের মরশুম সোমবার বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু হয়ে গেল। মঙ্গলবাড়ী গণেশ পূজো আছে কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর ঠিক এক মাস বাকি তারপর ধাপে ধাপে লক্ষ্মীপূজো কালীপুজো আসবে। আর এই সমস্ত পুজোতে হিন্দু ধর্মের রীতি মেনে সুদৃশ্য মাটির প্রতিমা শোভা পায় মণ্ডপে মন্ডপে মৃৎশিল্পীরা অত্যন্ত যত্নের সঙ্গে এই মাটির প্রতিমা গুলি রূপ দান করে এর জন্য অসম্ভব পরিশ্রম করতে হয় তাঁদের। তবে এবার প্রতিমা তৈরির কাজেও শুরু হল প্রযুক্তির প্রয়োগ। ফলে মৃৎশিল্পীদের হাড়ভাঙা খাটুনির দিন শেষ হতে চলেছে। কারণ প্রতিমা তৈরির মাটি আর হাত দিয়ে মাখতে হবে না। তার জন্য এসে গিয়েছে অত্যাধুনিক মেশিন।
শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক মাটি মাখানোর মেশিন। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে টেরাকোটা শিল্পেও এসেছে আধুনিকতার ছোঁয়া ।এখন আর ততটাও খাটনি হয় না মৃৎশিল্পীদের। মাটি মাখানোর আধুনিক মেশিন পৌঁছে যাচ্ছে মৃৎশিল্পীদের বাড়িতে। এই মেশিনের মাধ্যমে মৃৎশিল্পীদের পরিশ্রম কমে গেছে। পাক মিল এই মেশিনের মাধ্যমে মাটির সঙ্গে জল দিলেই নিমেষেই প্রস্তুত হয়ে যাচ্ছে মাটি। ফলে পা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাটি মাখতে হচ্ছে না মৃৎশিল্পীদের।
advertisement
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগরের পাল পাড়ায় গিয়ে দেখা গেল টেরাকোটা শিল্পীরা অত্যাধুনিক মাটি মাখানোর মেশিন ভাড়া করে নিমেষেই তাঁদের মাটি প্রস্তুত করে নিচ্ছেন। এই পাক মিল মেশিনের মালিক আকাশ পাল জানান, গুজরাট থেকে এই মেশিন নিয়ে এসেছিলেন ৭০ হাজার টাকা দিয়ে। তারপর থেকেই এই গ্রামের প্রত্যেক মৃৎশিল্পী এই মাটি মাখানোর মেশিন ভাড়া করে নিয়ে গিয়ে তাঁদের মাটি তৈরি করেন। ঘণ্টায় এই মেশিনের ভাড়া পড়ে ২০০ থেকে ২৫০ টাকা। মৃৎশিল্পী কল্পনা পাল জানান, আগের মত দু-তিন দিন ধরে হাত-পা দিয়ে আর মাটি মাখতে হয় না। নিমেষে এই মেশিনের সাহায্যে মাটি তৈরি হয়ে যায়। খাটুনি কমে যাওয়ায় খুশি মৃৎশিল্পীরা।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: মৃৎশিল্পীদের হাড়ভাঙা খাটুনির দিন শেষ, মেশিন মেখে দিচ্ছে মাটি!
