North 24 Parganas News: পুজোর আগেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষার কাজ দুর্গাপুজোর আগেই শেষ হয়ে যাবে
উত্তর ২৪ পরগনা: পুজোর আগেই স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের। এই মুহূর্তে কেএমডিএ এই স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা করছে। যদিও এর জন্য কোনরকম বাধার মুখে পড়তে হচ্ছে না দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের বা যাতায়াতকারীদের। স্বাভাবিক রয়েছে চলাচল। তার মাঝেই স্বাস্থ্য পরীক্ষা করে দুর্বল নাট ও যে সমস্ত জায়গায় ফাটল দেখা দিয়েছে সেগুলো পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে তাঁরা স্কাইওয়াকটিকে একেবারে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
ঘটনা হল এই স্কাইওয়াকটি উদ্বোধনের চার মাসের মাথায় এখানে একাধিক ফাটল দেখা দেয়। সেই সময় তড়িঘড়ি করে মেরামতির কাজ হয়েছিল। কয়েক বছর পর আর ঝুঁকি না নিয়ে এই স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা সহ মেরামতির কাজ শুরু করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। দফতরের এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গেল, স্কাইওয়াকের ক্ষয়ে যাওয়া সমস্ত বিয়ারিং প্রতিস্থাপন করা হবে। জং ধরা নাট বদলানো, স্কাইওয়াকের কাঠামোর উপর ক্ষয়রোধী পেন্টিং করার কাজ চলছে। এই কাজের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
advertisement
দুর্গাপুজোর আগেই এই স্কাইওয়াকের স্বাস্থ্যের হাল ফিরবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণেশ্বরে আসা মানুষদের কাছে এই স্কাইওয়াক বেশ জনপ্রিয়। এটি তৈরি হওয়ার ফলে যানজট এড়িয়ে সোজা পৌঁছে যায় মন্দিরের একেবারে সামনে। এর গুরুত্বের কথা বিবেচনা করে দ্রুত কাজ করা হচ্ছে।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2023 4:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পুজোর আগেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে







