Hooghly News: হেলিকপ্টার থেকে মর্তে নেমে এলেন দেব কারিগর বিশ্বকর্মা!
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
খানাকুলের শিল্পীর বিরাট চমক, দেব কারিগর হেলিকপ্টার থেকে নামলেন মর্তে
হুগলি: খানাকুলের নামকরা প্রতিমা শিল্পী বিশ্বজিৎ দাস এবারের বিশ্বকর্মা পুজোয় বড় চমক দেখালেন। হেলিকোপ্টার থেকে মর্তে নেমে এলেন দেব কারিগর। খানাকুলের এক স্টিল ফার্নিচার দোকানের বিশ্বকর্মা পুজোয় এবার এমনই চমক নজরে এসেছে। বিষয়টি ইতিমধ্যেই বেশ আলোড়ন ফেলেছে সর্বত্র।
হেলিকপ্টার থেকে মর্তে দেব কারিগর বিশ্বকর্মার নেমে আসার এই থিম প্রসঙ্গে স্টিল ফার্নিচার দোকানের মালিক চিরঞ্জিত খামরুই জানান, প্রতিবছরই বিশ্বকর্মা পুজোর সময় বিভিন্ন আদলে ঠাকুর তৈরি করা হয়। সেই ধারাবাহিকতা মাথায় রেখেই তিনি এবার এমন উদ্যোগ নিয়েছেন।
advertisement
advertisement
এদিকে খানাকুলের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ দাস নানান আঙ্গিকে প্রতিমা তৈরি করার জন্য বিখ্যাত। তবে তার তৈরি এই বিশ্বকর্মা ব্যাপক সাড়া ফেলেছে সর্বত্র। এমন ভাবনা কেন তা ব্যাখ্যা করতে গিয়ে ওই প্রতিমা শিল্পী জানান, প্রতিবছরই বিভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরি করেন। এবছর আরও খানিকটা চেষ্টা করে এমন ঠাকুর বানিয়েছেন। পুরোটাই নিজের ভাবনা থেকে করেছেন বলে জানান। মানুষের ভালোলাগায় তিনি খুশি এমনটাই জানিয়েছেন ওই শিল্পী।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2023 3:54 PM IST







