স্থানীয়দের এই ভোগের কারণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির জলের কল দীর্ঘদিন ধরে বিকল। এর ফলে জলের অভাবে শিশুদের জন্য রান্নাও হয় না। এরই প্রতিবাদে এখানে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। তবে প্রশাসনিক কর্তারা না এলেও সমস্যা সমাধানে এগিয়ে আসেন মাথাভাঙা-১ নং পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায়। তিনি দ্রুত সব পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
advertisement
আরও পড়ুন: বিজ্ঞানের আশ্চর্য সব মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল ছাত্রীরা
এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষের প্রতিশ্রুতি পাওয়ার পর কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা। তাঁদের আশা, এবার এই সমস্যার কোনও একটি স্থায়ী সমাধান বেরোবে।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2023 6:01 PM IST






